সুস্থ হার্টের জন্য তেল বদলান! সৌরভের এই বিজ্ঞাপন নিয়ে খোঁচা প্রাক্তন ক্রিকেটারের
হার্টকে সুস্থ রাখতে ভোজ্য তেল পাল্টান! জনপ্রিয় একটি ব্র্যান্ডের তেলের বিজ্ঞাপনে প্রচারের মুখ সৌরভ। দাদাকে দেখে অনেকেই দোকানে গিয়ে ঐ ব্র্যান্ডের তেলের খোঁজ করেন।
বিজ্ঞাপন দুনিয়ায় এটাই সৌরভের ব্র্যান্ডভ্যালু! অর্থাৎ সৌরভ যা বলেন, তার বিশ্বাসযোগ্যতা বেশি বলেই দর্শকদের মধ্যে সৌরভের গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর সেই কারণেই বিজ্ঞাপন দুনিয়ায় সৌরভের আকাশছোঁয়া চাহিদা রয়েছে।

বিসিসিআই সভাপতিকে খোঁচা
শুধু তাই নয় তেল থেকে সোয়াবিনের বিজ্ঞাপনে সৌরভকে বারেবারেই স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলতে দেখা যায়। যে সৌরভ রান্নাঘরের নিত্যদিনের এই সব জিনিসের বিজ্ঞাপনে, স্বাস্থ্যের স্বার্থে পুরনোকে ফেলে নতুন পণ্য ব্যবহার করে না ঠকার আশ্বাস দেন। দাদা নিজে কি সেকথা শোনেন? সবসময়ই কি পরীক্ষিত পণ্যের বিজ্ঞাপন করেন? এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিসিসিআই সভাপতিকে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ।

সৌরভের হার্ট অ্যাটাক
শনিবার জিম করার সময় বুকে ব্যথা নিয়ে বাড়িতেই সৌরভ ব্ল্যাকআউট হয়ে যান। এরপর তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হলে, হৃদরোগে আক্রান্ত হন বলে পরীক্ষায় ধরা পড়েন।

একটি ধমনীতে সেন্ট স্থাপন, অপর দুটি নিয়ে সোমবার সিদ্ধান্ত
হৃদপিণ্ডের তিনটি ধমনীতে ব্লকেজও ধরা পরে। ডাক্তাররা তড়িঘড়ি একটি ধমনীতে সেন্ট স্থাপন করেন। এরপর সৌরভকে কেবিনে দেওয়া হয়। শনিবার সন্ধ্যে থেকে রবিবার রাত পর্যন্ত পাওয়া আডপেট অনুযায়ী সৌরভ এখন সুস্থ রয়েছে।

সোমবার সৌরভকে দেখবেন দেবী শেঠি
মহারাজ স্থিতীশীল থাকলেও তাঁর হৃদপিণ্ডের বাকি দুটি ধমনীতে এখনও ব্লকেজ রয়েছে, সেটি বাইপাস হবে নাকি সেন্ট বসানো হবে সেই নিয়ে সোমবার প্রখ্যাত হার্ট সার্জেন দেবী শেঠি ও তাঁর টিম উডল্যান্ডসের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সৌরভকে খোঁচায় কী বললেন প্রাক্তন ক্রিকেটার
এর মাঝেই এবার সৌরভকে খোঁচা দিলেন আজাদ। অসুস্থ সৌরভের আরোগ্য কামনা করে আজাদ টুইটারে সৌরভের সেই বিজ্ঞাপনের একটি ছবি পোস্ট করেন। যেখানে সৌরভকে একটি ভোজ্য পণ্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এই পোস্টেই কংগ্রেস নেতা লেখেন, 'দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবসময় পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর মঙ্গল করুক।'