সরকারের সঙ্গে আলোচনায় সমাধান সূত্র না মিললে প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মার্চ করবেন কৃষকরা
কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করার দু’দিন আগে শনিবার আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন যে সরকার যদি তাঁদের দাবি পূরণ করতে ব্যর্থ হন, তবে তাঁরা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মার্চ করবেন। প্রসঙ্গত, ৪ জানুয়ারি কৃষক সংগঠনের সঙ্গে সরকার সপ্তম দফা বৈঠক করবে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন যে সরকার যদি তাঁদের দাবি না মানেন তবে এবার সময় এসেছে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার। অন্যদিকে ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সরকারের মুখ্য অতিথি হিসাবে দেশে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
২৬ মার্চ 'ট্র্যাক্টর মার্চ’ নিয়ে কথা বলতে গিয়ে কৃষক নেতা দর্শন পাল সিং জানান যে যদি তাঁদের দাবি পূরণ না হয়, তবে হাজার হাজার কৃষকরা তাঁদের ট্র্যাক্টর, ট্রলি ও জাতীয় পতাকা নিয়ে দিল্লির দিকে অভিযান করবেন। কারণ আর কোনও বিকল্প পথ তাঁদের খোলা থাকবে না। তাঁরা জানিয়েছেন, এই প্যারেড, যা 'কিষাণ প্যারেড’ নামে পরিচিত, সেটি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর হবে।
দর্শন পাল এও বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে মার্চ করব এবং আমরা আলোচনার সময় এটা জানাবো যে দু’টি বিকল্প রয়েছে, প্রথমত তিনটে বিল সংস্কার করা হোক বা বলপূর্বক আমাদের দিল্লি থেকে তোলার চেষ্টা করা হোক। এখন সময় এসেছে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং আমরা এর জন্য ২৬ জানুয়ারির দিন ঠিক করেছি কারণ ওই দিন জনগণের আধিপত্যকে প্রতিনিধিত্ব করে।’
কৃষি নেতা অভিমন্যু কোহর জানিয়েছেন যে তাঁরা ৪ জানুয়ারির আলোচনা নিয়ে আশাবাদী, কিন্তু তাঁরা সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না। গতকাল, কৃষক নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ৪ জানুয়ারির বৈঠক অচলাবস্থা সমাধান করতে ব্যর্থ হলে তারা তাদের প্রতিবাদ তীব্র করবেন এবং দৃঢ় পদক্ষেপ নেবেন। পাঞ্জাব ও হরিয়ানার অধিকাংশ কৃষক দিল্লির ৩টি সীমান্ত এলাকায় আন্দোলনে রয়েছেন।
সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে একমাসের বেশি সময় ধরে প্রতিবাদে আছেন। তিনটে কৃষি বিলের সংস্কার করার দাবিতে অনড় কৃষকরা, তাঁদের দাবি তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়তা মূল্যের জন্য এবং অন্য দু'টি বিলের আইনি গ্যারান্টি। যদিও কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬ জানুয়ারি কুণ্ডলি–মানেসার–পালওয়াল (কেএমপি) হাইওয়েতে ট্র্যাক্টর মার্চ করবে। এটা ২৬ জানুয়ারির চূড়ান্ত মার্চের আগে মহড়া বলে জানানো হয়েছে।