• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অনুব্রতের মাথায় রুপোর মুকুটের কারণ বললেন দিলীপ! 'পগারপার' নিয়ে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি

  • |

শুক্রবার বীরভূমের নানুরে তৃণমূলের (trinamool congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (anubrata mondal) দুই কেজি ওজনের রুপোর মুকুট পরানো হয়েছিল। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে তারই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

এবার দিলীপ ঘোষের 'চা চক্রে'র ব্র্যান্ডিং! অভিনব উদ্যোগ বিজেপির

মুকুট পরেই বিজেপিকে নিশানা

মুকুট পরেই বিজেপিকে নিশানা

নানুরের মিলন মেলায় গিয়েছিলেন মনুব্রত মণ্ডল। সেখানে মেলার উদ্যোক্তারা অনুব্রত মণ্ডলের মাথায় পরিয়ে দিয়েছিলেন দুই কেজি ওপরের রুপোর মুকুট। মুকুট মাথায় নিয়ে বসেছিলেন অনুব্রত। এরপরেই নিজের ভাষণ দিতে উঠে, বিজেপি কর্মীদের ঠেঙিয়ে পগারপার করার নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, গ্রামের একটি ভাষা আছে। ঠেঙিয়ে পগারপার কর। তিনি সেরকমই করতে বলেন। একইসঙ্গে তিনি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াদেরও নিশানা করেন। বলেন, অনেক হনু এগাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছে।

অনুব্রতকে নিশানা দিলীপের

অনুব্রতকে নিশানা দিলীপের

এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে টালা পার্কে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, অনেকে ধরে নিয়েছেন, আর তো রাজা বা মন্ত্রী হওয়া যাবে না, তাই কেউ কেউ মুকুট পরছেন। অনুব্রত মণ্ডলের পগারপার করা নিদান সম্পর্কে তিনি বলেন, স্থানীয় লোকেরাই এর জবাব দিয়ে দেবেন।

অধিকারীদের নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ

অধিকারীদের নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ

১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ গিয়েছিলেন অধিকারী পরিবারের মেজ ছেলে। শুক্রবার কাঁথিতে বিজেপিতে যোগ দেন কাঁথির প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। এখনও তমলুক ও কাঁথির দুই সাংসদ দিব্যেন্দু এবং শিশির অধিকারী তৃণমূলেই রয়েছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, সবার জন্যই বিজেপির দরজা খোলা। তাঁরা দুজনেই আসতে পারেন। তিনি আরও বলেন, মেদিনীপুর নিয়ে চিন্তা নেই। তিনি দাবি করেন, সেখানকার ৩৫ টি আসনেই জিতবে বিজেপি। ( প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি ও দিলীপ ঘোষ মিলে অবিভক্ত মেদিনীপুর অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫ আসন বিজেপিকে তুলে দেবেন।) দিলীপ ঘোষ আরও বলেন, জঙ্লমহল থেকে তৃণমূলকে ফাঁকা করার কাজ শুরু হয়েছে। যা গঙ্গা পর্যন্ত চলবে।

দুজনেই দুজনকে আক্রমণ করেছেন

দুজনেই দুজনকে আক্রমণ করেছেন

এর আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন রাজ্যের সব থেকে বড় ভাইরাস দিলীপ ঘোষ। ওনাকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাউজ করে দলে নেবেন তৃণমূল কর্মীরা। নভেম্বরে বলেছিলেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে

এর প্রায় একমাস বাদে অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি কাউকে বলে থাকলে তারা ভেবে দেখবেন।

English summary
Dilip Ghosh criticises Anuvrata Mondal for his silver crown in Nanur in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X