সৌরভের আরোগ্য কামনায় টুইট করে পুরনো আবেগ উস্কে দিলেন অভিনেত্রী নাগমা
আচমকাই অসুস্থ হয়ে পড়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। বিসিসিআই সভাপতির জন্য উডল্যান্ডস নার্সিংহোমে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। ২৪ ঘণ্টা ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন মহারাজ। এতকিছু ঘটে যাওয়ায় নিজেকে আর সামলে রাখতে পারেননি দক্ষিণী অভিনেত্রী নাগমা। ফলে ভারতের প্রাক্তন অধিনায়কের দ্রুত আরোগ্য কামনায় টুইট করতে তিনি কোনও কসুর করেননি। সঙ্গে উস্কে দিয়েছেন পুরনো আবেগ।

সালটা ২০০০। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হাতে পাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী নাগমার গোপন সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয়েছিল। দেশের ক্রিকেট মহলে ফিসফাঁসও শোনা যাচ্ছিল। যদিও না দেখা সম্পর্ক নিয়ে সেই সময় টুঁ শব্দ করেননি কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী নাগমা। আর তাতেই এ ব্যাপারে রহস্য আরও দানা বেঁধেছিল বলা চলে।
সৌরভ গঙ্গোপাধ্যায় কিছু না বললেও, মহারাজ যে তাঁর বরাবারের ফেভারিট, তা ইদানিংকালে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন নাগমা। ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় আসীন হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি দাদার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছিলেন নাগমা। বলেছিলেন যে সবকিছুর উর্ধ্বে কেরিয়ারকে প্রাধান্য দিয়েছিলেন দু-জনেই। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সৌরভ-কন্যা সানার টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন অভিনেত্রী।
Wishing you a speedy recovery @SGanguly99 . Get well Soon . Much prayers .
— Nagma (@nagma_morarji) January 2, 2021
শনিবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর চাউর হতেই তাঁর আরোগ্য কামনা করতে থাকেন নেটিজেনরা। মহারাজের সুস্থতা কামনায় সামিল হন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। সেই তালিকায় যুক্ত হল দক্ষিণী অভিনেত্রী নাগমার নামও।