কাঁথি: পূর্ব মেদিনীপুরের ‘অধিকারী সাম্রাজ্যে’ থাবা বসিয়েছে গেরুয়া-শিবির। ইতিমধ্যেই অধিকারী বাড়ির দুই ছেলে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলে ‘বেসুরো’ গাইছেন বাড়িরই আরও এক ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
দুই ছেলে দল ছেড়েছেন ও আরও এক ছেলে বেসুরো গাইছেন, তবে তিনি এখনও দলনেত্রীর প্রতি ভরসা রেখেছন। তবে শুভেন্দুর দলত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরে তাঁর পরিবারকে উদ্দেশ্য করে তৃণমূল নেতাদের একাধিক মন্তব্যে অভিমানী বর্ষীয়ান তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। একইসঙ্গে শুভেন্দুর দলত্যাগ নিয়ে তিনি বলেন, ‘‘শুভেন্দু অনেক কষ্টে-অভিমানে দল ছেড়েছে।’’
দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে আগেই বিজেপিতে যোগ দিয়েছেন একদা তৃণমূলের ডাকসাইটে নেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের উপস্থিতিতে হাফ-ডজন শাসকদলের বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু দল ছাড়ার কয়েকদিনের মধ্যেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণ করা হয় তাঁর ভাই সৌমেন্দু অধিকারীকে। যা নিয়ে দলীয় নেতৃত্বের উপর বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন সৌমেন্দুর দাদা তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে মনে করেন দিব্যেন্দু।
কাঁথি পুরসভায় দীর্ঘদিন ধরেই শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারীদের আলাদা অফিস ছিল। তবে সৌমেন্দুর অপসারণের পর সেই অফিসে যাওয়া বন্ধ করে দেন তাঁরা। অধিকারী সাম্রাজ্যে ক্রমেই প্রভাব বাড়তে থাকে পদ্ম শিবিরের।
এরপর শুক্রবার সৌমেন্দু অধিকারীও দাদা শুভেন্দুর পথ ধরে যোগ দেন বিজেপিতে। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন কাঁথি পুরসভার আরও ১৪ বিদায়ী কাউন্সিলর। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এবার তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর আর এক ভাই দিব্যেন্দু অধিকারীর দল ছাড়া সময়ের অপেক্ষা। যদিও দিব্যেন্দু অধিকারী নিজে এব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।
এদিকে, শুভেন্দুর দল ছাড়ার পর থেকে অধিকারী পরিবারকে নিশানা করে তৃণমূল নেতাদের মন্তব্য মেনে নিতে পারছেন না অশীতিপর শিশিরবাবু।
একদিকে ছেলে শুভেন্দুর বিরুদ্ধে যেমন যেতে পারছেন না তেমনই এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী বলে মানেন তিনি। এখনও পর্যন্ত তাঁর অবস্থান কী হবে তা নিয়ে প্সষ্ট করে কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেননি শিশিরবাবু। এখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই শ্রদ্ধাশীল বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
শুভেন্দু অধিকারীর দল ছাড়া নিয়ে শিশির অধিকারী বলেন, ‘‘শুভেন্দু অনেক কষ্টে-অভিমানে দল ছেড়েছে। ও যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আগে থেকে আমি কিছু জানতাম না। তবে সৌমেন্দুকে যেভাবে সরানো হল সেটা মেনে নেওয়া যায় না।’’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.