চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ ভারতের! প্যানগং যাচ্ছে সমরাস্ত্র সজ্জিত বোট
চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট কেনার পরিকল্পনা করেছে সেনা। ওই বোটে পাঠানো যাবে জওয়ানদেরও। এই নিয়ে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে ২০২১ এর প্রথম দিনেই একটি চুক্তি করল সেনা। ওই চুক্তি অনুযায়ী, ১২টি সমরাস্ত্র সজ্জিত বোট সেনাকে তৈরি করে দেবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই বছর মে মাসের মধ্যেই ওই বোটগুলি হাতে পাবে সেনা।

প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে
একজন সেনা আধিকারিক জানিয়েছেন, সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বোট পরিচালনার দায়িত্বে থাকবে। প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে। প্রয়োজনে লেকের উচ্চতা যেখানে বেশি সেখানেও নজরদারি চালানো যাবে। এই বোটের সামনে ও পিছনের দিকে বন্দুক ব্যবহার করার জায়গা থাকবে।

যাতে চিন আগ্রাসন দেখাতে না পারে...
গত বছরের মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে। সেই টানাপোড়েন এখনও চলছে। সেনার তরফে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। শীতের সময় যাতে চিন আগ্রাসন দেখাতে না পারে, সেই কারণে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছে ভারতীয় সেনা।

সমরাস্ত্র সজ্জিত বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী
তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শীতের সময় উঁচু জায়গায় লড়াই চালানো কঠিন বলে চিন গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। মে মাস নাগাদ তারা আবার পূর্ব লাদাখে অশান্তি ছড়াতে পারে। সেই কারণেই আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমরাস্ত্র সজ্জিত বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী।
রয়েছে তিনটি ব্লক, বসানো হল একটি স্টেন্ট! সঠিক সময়ে হাসপাতালে আসাতেই বাঁচলেন সৌরভ