আইএসএলের বছর শুরুর ম্যাচে নামার আগে এসসি ইস্টবেঙ্গলে দুই ডিফেন্ডারের সই!
২০২০-এর আইএসএল অভিযান হতাশা নিয়ে শেষ করেছিল এসসি ইস্টবেঙ্গল। লিগ তালিকার দশম স্থানে অবস্থান করা লাল-হলুদ, ২০২১ সালে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই ওড়িশা এফসি-র বিরুদ্ধে মাঠে নামার একদিন আগে দুই ডিফেন্ডারকে সই করাল রবি ফাওলারের দল। রবিবার কেমন দল নিয়ে মাঠে নামতে পারে কলকাতার ক্লাব, তাও দেখে নেওয়া যাক।
|
রাজু ও অঙ্কিতের সই
রবিবার ২০২১ সালের প্রথম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের একদিন আগে কলকাতার ক্লাবে সই করলেন প্রবীণ ডিফেন্ডার রাজু গায়েকোয়াড়। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত লাল-হলুদের সঙ্গে জুড়ে থাকা রাজু আরও একবার রবি ফাওলার শিবিরের হয়ে নিজের সেরাটা দিতে চান। একই দিনে লাল-হলুদে সই করেছেন এটিকে মোহনবাগান থেকে ছাড়পত্র নিয়ে আসা রাইট ব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়।

লিগ তালিকায় অবস্থান
আইএসএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। তিনটি ম্যাচ ড্র করা ছাড়া আর কোনও সফলতা পায়নি রবি ফাওলারের দল। লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে লাল-হলুদ। সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার একাদশ তথা সর্বশেষ স্থানে রয়েছে ওড়িশা এফসি।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিত মসুজদার (গোলরক্ষক), সুরচন্দ্র সিং, স্কট নেভিল, সেহনাজ সিং, ড্যানিয়েল ফক্স, বিকাশ জাইরু, মাট্টি স্টেইনম্যান, হাওবাম তোম্বা সিং, জ্যাকুয়াস মাঘোমা, আন্টোনি পিলকিংটন, মহম্মদ রফিক।

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
অর্শদীপ সিং (গোলরক্ষক), শুভম সারেঙ্গী, জ্যাকব ট্রাট, স্টিভেন টেলর, হেন্ডরি আন্টোনি, কোল আলেকজান্ডার, বিনিত রাই, গৌরব বোরা, জেরি মাওইহমিংথাংগা, দিয়েগো মাউরিসিও, মার্সেলিনহো।