স্বাগত ২০২১, নতুন বছরের প্রথম দিন রোহিত-পন্থদের রেস্তরাঁর বিল মেটালেন ভারতীয় ক্রিকেটভক্ত
স্বাগত ২০২১, বিষের বছর ২০২০ কে ভুলে এবার ২০২১-তে পথ চলা। আর এই নতুন বছরের পথ চলার প্রথম দিনে, অজিভূমে ভারতীয় ক্রিকেটারদের ভালোবাসা উজার করে দিলেন এক ক্রিকেট ফ্যান।

সেফলির হুড়োহুড়ি, অটোগ্রাফের ভিড়
বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেটারদের ফ্যানেরা ভালাবাসা জানান। বিরাট থেকে রোহিত, রাহানে থেকে ঋষভ, ভারতীয় ক্রিকেটাররা যে দেশে খেলতে যান, সেখানেই ফ্যানদের সেলফি থেকে অটোগ্রাফ নিতে ভিড় জমে যায়। স্বপ্নের নায়কের সঙ্গে মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ফ্যানেরা ভিড় করেন। কিন্তু এবার নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল।

নতুন বছরে মেলবোর্ন রেস্তারাঁয় রোহিতরা
নতুন বছর উদযাপন করতে রোহিতরা কয়েকজন মেলবোর্ন রেস্তারাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেই ভারতীয় এক ক্রিকেট ভক্ত রোহিতদের দেখে উল্লসিত হন। এই ভারতীয় ভক্তই পরে জোর করে রোহিতদের নতুন বছরের খানাপিনার বিল মিটিয়ে দেন।

রোহিতদের বিল মেটালেন ভারতীয় ক্রিকেট ভক্ত
ভারতীয় ক্রিকেটারদের কাকুতিমিনতি করে নভলদীপ সিং নামের এক ক্রিকেটভক্ত ভারতীয় মুদ্রায় রোহিতের সাড়ে ছয় হাজার টাকার বেশি (৬৬৮৩ টাকা) লাঞ্চের বিল মিটিয়ে দেন। পরে ঐ ফ্যান সোশ্যাল মিডিয়ায় নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

ছবি শেয়ার করে ভারতীয় ক্রিকেটভক্ত কী লিখলেন
ভারতীয় ঐ ক্রিকেট ফ্যান সোশ্যাল মিডিয়ায় পরে অভিজ্ঞতা শেয়ার করে জানান,রেস্তোরাঁয় অন্যান্য ভক্তদের মতো তিনিও রোহিতদের দেখে চমকে যান। এরপর তিনিই ভারতীয় ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। রোহিতরা তাঁকে বিল নিতে আপত্তি জানালে নভলদীপ নিজেই নতুন বছরে এই ট্রিট দিতে চান বলে অনুরোধ জুড়ে দেন। অনেক অনুরোধের পর ভারতীয় দলের ক্রিকেটাররা রাজি হতে তিনি বিল দিতে পারেন। ভারতীয় দল এরপর নভলদীপ ও তাঁর স্ত্রীয়ের সঙ্গে সেলফি তুলেছেন। সব মিলিয়ে রোহিতদের সঙ্গে বছরের প্রথম দিনটা কাটাতে পেরে ভারতীয় এই ক্রিকেটভক্ত উল্লসিত।
ছবি সৌজন্যে ক্রিকেট ফ্যানের টুইটার