টেস্টের জন্যে এখনই কি তৈরি, প্রশ্ন তুলে দিলেন নটরাজনের আইপিএল কাপ্তান
স্বপ্নের উত্থান অব্যাহত ভারতীয় পেসার টি নটরাজনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, এরপর টি-২০ সিরিজে খেলেছেন। উমেশ যাদবের চোটের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশিষ্ট দুই টেস্টের জন্য দলে ঢুকে পড়লেন নটরাজন। দুই টেস্টের মধ্য়ে একটিতে খেললে একই সফরে, একই প্রতিপক্ষের বিরুদ্ধে নটরাজনের তিন ফর্ম্যাটে অভিষেক হবে, ইতিমধ্য়ে দুই ফর্ম্যাটে তাঁর অভিষেক হয়ে গিয়েছে।

টেস্টের জন্যে এখনও কী তৈরি, নটরাজনের আইপিএল কাপ্তানের প্রশ্ন
তবে টেস্টে খেলার জন্য নটরাজন এখনও কী তৈরি, ভারতীয় পেসারের আইপিএল অধিনায়ক ওয়ার্নার অবশ্য প্রশ্ন তুলে দিয়েছেন। মরুশহরের আইপিএল ২০২০তে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বেই সানরাইজার্সের হয়ে দুর্দান্ত বোলিং করে নটরাজনে নজরে আসেন। এবার তাঁর টেস্ট অভিষেক ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।

নটরাজনকে সমীহ করেন ওয়ার্নার
আইপিএলের সতীর্থ নটরাজনকে সমীহ করেন ওয়ার্নার। অজি সফরে নটরাজন ডাক পাওয়ার সময়ই তাঁর বিরুদ্ধে খেলা উপভোগ করবেন বলে জানিয়েছিলেন। এবার টেস্টে নটরাজনের বিরুদ্ধে আমনে সামনে হওয়ার মঞ্চ তৈরি। সেই নিয়ে দারুণ উত্তেজিত ওয়ার্নার।

ওয়ার্নার কী বললেন
নটরাজন ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার ওয়ার্নার শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে টেস্টের জন্য নটরাজন তৈরি কিনা, সেই নিয়েও দ্বিধাবোধ প্রকাশ করেছেন। ওয়ার্নার বলেন, ' ওর লাইন ও লেন্থ দারুণ। কিন্তু টেস্ট ক্রিকেট অন্য মঞ্চ। এখানে খেলার ধরনটাই আলাদা। তবে নটরাজন সুযোগ পেলে সিরাজের মতো নিশ্চয় ভালো খেলবে বলে আশা রাখি।'

কবে শুরু সিডনি টেস্ট
অন্যদিকে ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট অর্থাৎ সিডনিতে সিরিজের তৃতীয় মহারণ দিয়ে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েলে ফের দামাজা বাজতে চলেছে। এই ম্যাচ দিয়েই নতুন বছরে মাঠে নামছে ভারত।