ছাড়পত্র পেল আরও একটি টিকা, জরুরি ভিত্তিতে এবার সবুজ সংকেত কোভ্যাক্সিনকে
এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। ভারতে আপৎকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটি৷ এর আগে ছাড়পত্র পায় অক্সফোর্ডের করোনা ভাইরাস রোধক ভ্যাকসিন কোভিশিল্ড৷

ভ্যাকসিন অত্যন্ত সুরক্ষিত ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন
এর আগে ডিসেম্বরের ২৫ তারিখ আইসিএমআরের তরফে একটি টুইট বার্তায় জানানো হয়েছিল, ভারতের স্বতন্ত্র করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল৷ আইসিএমআর ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন অত্যন্ত সুরক্ষিত ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন৷ বর্তমানে দেশের ২২টি জায়গায় তৃতীয় ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷

আইসিএমআর ও ভারত বায়োটেক তৈরি করেছে এই ভ্যাকসিন
কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়েছে দিল্লির এইমস হাসপাতাল সহ আরও ২২টি স্থানে৷ এটি কো-স্পনসর করেছে আইসিএমআর ও ভারত বায়োটেক৷ কলকাতার নাইসেডেও কোভ্যাক্সিনের ট্রায়াল চলছে। আগামী ছয় থেকে আট মাসে ৩০ কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷

কতটা কার্যকরী কোভ্যাক্সিন
এইমসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রথম পর্যায়ের ট্রায়াল নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে এবং এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভারতের বাজারে যখনই কোভ্যাক্সিন আসবে, তা প্রাথমিকভাবে মানব শরীরে ৬০ শতাংশ কার্যকরী হবে বলে জানায় ভারত বায়োটেক। প্রথম পর্যায়ে সেই ভ্যাকসিন অন্তত ৬০ শতাংশ কার্যকরী হবে মানব শরীরে।
শীঘ্রই শুরু হবে করোনার টিকাকরণ! কেন্দ্রের অগ্রাধিকার তালিকায় রয়েছেন কারা?