হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বসানো হতে পারে তিনটি স্টেন্ট!
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টকে। হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা। দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে জানা গিয়েছে অ্যাঞ্জিওপ্লাস্ট শুরু হয়েছে সৌরভে। পরিস্থিতি বুঝে তাঁর হ্রদযন্ত্রে তিনটে স্টেন্ট বসতে পারে বলে সূত্রের খবর। বর্তমানে মিনিটে তাঁর হার্টবিট রেট ৭০। এদিকে রক্তচাপ রয়েছে ১৩০/৮০।

সৌরভের এনজিওগ্রাফি করানো হচ্ছে
জানা গিয়েছে সৌরভের এনজিওগ্রাফি করানো হচ্ছে। আপাতত তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এনজিওগ্রাফিতে ব্লক পাওয়া গেলে সৌরভের হার্টে স্টেন বসানো হতে পারে। এদিকে প্রাথমিক ভাবে উদ্বেগে ছড়ালেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ। দাদার শরীর খারাপের খবর পেয়েই দৌড়ে আসেন অনেকেই। এসেছিলেন এক সময়ের সৌরভের সতীর্থ লক্ষ্মী রতন শুক্লা। তিনি জানিয়েছেন 'বাংলার বাঘ ঘালো আছেন।'

যা জানানো হয়েছে পরিবারের তরফে
সৌরভের পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে বাড়িতে জিম করার সময়ই মাথা ঘুরে পড়ে যান তিনি। আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। তার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে ঠিক কী কারণে অচৈতন্য হয়ে পড়েন তিনি তা স্পষ্ট করে জানা যায়নি।

জিম করছিলেন সৌরভ
প্রতি দিনই সকালে নিজের বাড়িতে শারীরিক কসরত করেন সৌরভ। আর পাঁচ দিনের মতো আজও জিম করছিলেন তিনি। ৪৮ বছরের সৌরভের শরীরে কোনও বিশেষ রোগ নেই বলেই পরিবারের তরফে জানানো হয়েছে। ব্ল্যাক আউটের খবর পাওয়ার পরই দ্রুত চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে সৌরভকে ভর্তি করানো হয়েছে।

চলছে পরীক্ষানীরিক্ষা
শারীরিক কোনও বড়-ছোট সমস্যা না থাকায় কী ভাবে এমনটি হল, তা নিয়ে সামান্য হলেও চিন্তিত চিকিৎসকরা। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানানো হয়েছ, গত কাল রাতেই বুকে সামান্য ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পরই পরিবারের চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। অল্প কিছু ওষুধও নেন বলে জানা গিয়েছে।