আইএসএলে এটিকে মোহনবাগানের সোয়াপ ডিল নিয়ে জোর বিতর্ক
আইএসএলে লিগ টেবিলের মগডালে থেকে নতুন বছরের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রয় কৃষ্ণদের লিগ অভিযান শুরু। সেই ম্যাচে বল গড়ানোর আগে সোয়াপ ডিল নিয়ে জোর বিতর্ক।

কাদের মধ্যে সোয়াপ ডিল
শুভ ঘোষকে ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান। তাঁর পরিবর্তে কেরল ব্লাস্টার্সের নংদাম্বা নাওরেমকে দলে নেওয়া হয়েছে। আর নতুন এই ফুটবলারকে ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

নাওরেমেসর বিরুদ্ধে অভিযাগ কী
সোয়াপ ডিলে নেওয়া নতুন ফুটবলার নাওরেমের বিরুদ্ধে অভিযোগ তিনি চোট নিয়ে এটিকে মোহনবাগানে এসেছেন। নাওরেম যে গুরুতর চোটগ্রস্ত সে ব্যাপারে এটিকে মোহনবাগানের কাছে কোনও ধারনা ছিল না। কলকাতার ক্লাবকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই নাকি এই সোয়াপ ডিল করা হয়েছে বলে অভিযাগ।

অস্ত্রোপচার প্রয়োজন
নাওরেম অনুশীলনে নামার পরই তাঁর গুরুতর চোট ধরা পরে যায়। জানা গিয়েছে এক্ষেত্রে নাওরেমকে অস্ত্রোপচার করাতে হবে। সেক্ষেত্রে তাঁকে আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এরপরই নাওরেম ও শুভ ঘোষের এই সোয়াপ ডিল বাতিল হতে পারে বলে জল্পনা।

নতুন বছরে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কারা
নতুন বছরে এটিকে মোহনবাগান ৩ জানুয়ারি, নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এরপর ১১ জানুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আপাতত আইএসএলে ১১ জানুয়ারি পর্যন্ত সূচি ঘোষণা করা রয়েছে।