আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে মুম্বই সিটি এফসি
২০২১-এর প্রথম আইএসএল মোকাবিলার প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সকে কার্যত উড়িয়ে দিল দুর্দান্ত ছন্দে থাকা মুম্বই সিটি এফসি। ৪৫ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছেন অভিনেতা রনবীর কাপুরের দল। মূলত প্রতি-আক্রমণ নির্ভর রণনীতিতে সেভাবে সুবিধা করতে পারল না কিবু ভিকুনার দল। দ্বিতীয়ার্ধে কেরলের খেলায় কী পরিবর্তন করা হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশের ফুটবল মহল।

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট অর্জন করেছে মুম্বই সিটি। লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাণিজ্য নগরী। সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। আজ জিতলে এটিকে মোহনবাগানকে ফের টপকে লিগ তালিকার মাথায় গিয়ে বসবে মুম্বই। টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে কেরলকেও এই ম্যাচ জিততেই হবে।
ম্যাচের প্রথমার্ধের শুরু থেকে সেই তাগিদ চোখে পড়ে কেরালা ব্লাস্টার্সের খেলায়। তবে আচমকাই তারা খেই হারিয়ে ফেলে। উল্টে কেরলের গোলমুখে আক্রমণের ঝড় তুলতে থাকে মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষের মুহুর্মুহ আক্রমণে চাপে পড়ে ভুল করে বসে কেরালা ব্লাস্টার্সের রক্ষণ বিভাগ। তিন মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মুম্বই। স্পট কিক থেকে গোল দিতে কোনও ভুল করেননি অ্যাজাম লে ফনড্রে। চলতি আইএসএলে এটি তাঁর ষষ্ঠ গোল।
এক গোলে এগিয়ে থাকা মুম্বই সিটি এফসি আক্রমণে আরও গতি বাড়ায়। প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়নি কেরালা ব্লাস্টার্স। ইতিমধ্যে পরিকল্পিত আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় মুম্বই। ১১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন হুগো বৌমৌস। চেষ্টা করেও প্রথমার্ধে গোলের ব্যবধান কমাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। উল্টে বেশকিছু উদ্দেশ্যহীন শট নিয়ে কিবু ভিকুনা শিবিরকে হতাশ করেন তরুণ সাহাল আব্দুল সামাদ।