নয়াদিল্লি: আগামী ৪৮ ঘণ্টায় হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি। শুধু দিল্লিই নয়, লাগোয়া রাজ্যেও দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। শুক্রবার বছর শুরুর প্রথম দিনে ঘন কুয়াশায় ঢেকেছিল রাজধানীর আকাশ। বেলা বাড়লেও দিল্লির বেশ কিছু এলাকায় কুয়াশার দাপট স্পষ্ট।
গত কয়েকদিন ধরেই উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রবল শীত অনুভূত হচ্ছে। ঠান্ডা উত্তুরে হাওয়া কাঁপুনি ধরাচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। দিল্লিতে বৃহস্পতিবার রাতেও প্রবল ঠান্ডা পড়ে।
শীতে জুবুথবু দশা রাজধানীর বাসিন্দাদের। এরপর নতুন বছরের সকালে রাজধানীর আকাশ ঢাকল ঘন কুয়াশার চাদরে। কুয়াসার জেরে দৃশ্যমানতা কমে গিয়ে বিপত্তি বাড়ে। রাস্তায় গাড়ির গতি ছিল শ্লথ। ভোরের দিকে রাস্তায় আলো জ্বেলে গাড়ি চলাচল করতে দেখা যায়।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দিল্লিতে আবহাওয়ার হেরফের হবে না। বরং ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে। দিল্লিতে তো বটেই আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহ চলবে লাগোয়া রাজ্যগুলিতেও।
ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ঠান্ডার সঙ্গেই আগামী ২ দিন দিল্লিতে কুয়াশার দাপট চলবে বলেও জানিয়েছে মৌসম ভবন।
গত কয়েকদিন ধরেই প্রবল শীত পড়েছে পঞ্জাব, হরিয়ানায়। আগামী কয়েকদিন এই দুই রাজ্যে ২-৩ ডিগ্রিতেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমনকী হাড়কাঁপুনি ঠান্ডা পড়ার সতর্কতা রয়েছে চণ্ডীগড় এবং রাজস্থানের উত্তর অংশে। সব মিলিয়ে আগামী দু’দিন রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের সব রাজ্যে প্রবল ঠান্ডার সতর্কতা দিয়েছে মৌসম ভবন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.