নববর্ষেই তীব্র শৈত্যপ্রবাহের কবলে দিল্লি! ১৫ বছরে প্রথমবার ১.১ ডিগ্রিতে নামল পারা
নববর্ষেও এখনও অব্যাহত করোনা দাপট। এদিকে মাহামীর মাঝেই দিল্লিতে ক্রমেই নামছে তাপমাত্রার পারা। আর তাতেই ভাঙল বিগত ১৫ বছরের রেকর্ড। ২০২১-এর শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহের গোটা রাজধানীতে। ২০০৬ সালের ৮ই জানুয়ারি দিল্লির পারদ নেমেছিল ০.২ ডিগ্রি সেলসিয়াসে। আর ১৫ বছর পর বছরের প্রথমদিনেই দিল্লির তাপমাত্রা নামল ১.১ ডিগ্রিতে। ঠান্ডার দাপটে রাজধানীবাসী খুশি হলেও ঘন কুয়াশার কারণে যানজট বেড়েছে রাস্তাঘাটে।

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা দিল্লি
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর সূত্রে খবর, আগের বছরেই রাজধানীর তাপমাত্রা নেমেছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু ১ ডিগ্রিতে এই প্রথম। আইএমডির আঞ্চলিক দপ্তরের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টায় দিল্লিতে দৃশ্যমানতা ছিল ০ মিটারে, যা দেখে আশ্চর্য হচ্ছেন সকলেই। সূত্রের খবর, মুন্ডকা, রাজঘাট ও ডিএনডি উড়ালপুলে একহাত দূরেও দেখা যাচ্ছিল না কিছুই! বর্ষশেষে দিল্লির পারাপতনের এ কথা জানায় আইএমডির সফদরজং কেন্দ্র।

গত কয়েকদিন ধরেই লাগাতার পারাপতন দিল্লিতে
এদিকে গত কয়েক সপ্তাহে লাগাতার পারাপতনের কারণে গত ১৫ বছরের শীতলতম ডিসেম্বর উপভোগ করলেন দিল্লিবাসীরা। গত বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা নামে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫.২ ডিগ্রিতেই আটকে যায় বলে খবর। যদিও এসবের মাঝেই ২রা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারির মধ্যে উত্তর-পশ্চিম ভারতে আগত ঘূর্ণাবর্তের কারণে পারা চড়বে, জানান শ্রীবাস্তব।

শীতের মাঝেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল্লিতে
আইএমডির খবর অনুসারে, ৪-৫ই জানুয়ারির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ছোঁবে ৮ ডিগ্রির মাত্রা। অন্যদিকে পশ্চিমি ঘূর্ণাবর্তের অভিশাপে ৩রা-৫ই জানুয়ারির মধ্যে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আইএমডি। যদিও এই ঘূর্ণাবর্তের জেরেই হিমালয়ের পশ্চিমাঞ্চলে হতে পারে তুষারপাত, জানাল আইএমডি। তাছাড়া ৪ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ায় চলবে শৈত্যপ্রবাহ, জানালেন কুলদীপ শ্রীবাস্তব।

ডিসেম্বরেই রেকর্ড ভাঙল দিল্লি
শৈত্যপ্রবাহের ঝোড়ো ব্যাটিংয়ে কাঁপছে গোটা দিল্লি। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি নেমে যাওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার ফলে ফুটপাতবাসীদের অবস্থা যে কি হবে, তা ভেবেই আতঙ্কিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। অন্যদিকে আইএমডির মতে ২০১৯-এর ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ৭.৬ ডিগ্রিতে, যদিও রেকর্ড ভেঙে এ বছরে দিল্লির তাপমাত্রা নামে ৭.১ ডিগ্রিতে!