• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিদায় ২০২০! ধামাকা দিয়ে শুরু ২০২১, প্রথম সপ্তাহ কোন কোন হাইভোল্টেজ ম্যাচে নজর রাখবেন

  • |

রাত পোহালেই নতুন বছর। বিদায় ২০২০, আসছে ২০২১। করোনা ধাক্কায় ২০২০-র দীর্ঘ সময় ধরে ক্রিকেট বন্ধ ছিল। যারপর জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে ক্রিকেট শুরু। এরপর একের পর এক ক্রিকেট সিরিজ হয়েছ। এবার ২০২১ তে শুরু থেকেই বাইশ গজে একের পর এক হাইভোল্টেজ ক্রিকেট মহারণ। নতুন বছরের প্রথম সপ্তাহে কোন কোন ম্যাচে আপনাদের চোখ থাকবে জেনে নিন।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

নতুন বছরের ৭ জানুয়ারি থেকে সিডনিতে ভারত অস্ট্রেলিয়া মহারণ। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে যায়। পাল্টা মেলবোর্ন টেস্ট জিতে নিয়ে ভারত ১-১ করেছে। সিডনিতে তৃতীয় ম্যাচে তাই কোন দল সিরিজের ভাগ্য কীভাবে পাল্টাতে পারে, সেটাই এখন দেখার।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের কয়েক দিন আগে, নতুন বছরে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট শুরু হবে। ৩ জানুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে। সিরিজে এই মুহূর্তে নিউজল্যান্ড ১-০ এগিয়ে রয়েছে।

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

৩ জানুয়ারি পৃথিবীর দুই প্রান্ত দুটি টেস্ট ম্যাচ হবে। একদিকে নিউজিল্যান্ডের মাটিতে কেন উইলিয়ামসনের দল যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে, তখনই একই দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে নামতে চলেছে। দুই ম্যাচের টেস্টে দক্ষিণ আফ্রিকা ১-০ এগিয়ে রয়েছে।

নজরে চার ক্রিকেটার

নজরে চার ক্রিকেটার

বছর শুরুর এই তিন টেস্টে চার ক্রিকেটারের উপর নজর থাকবে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, যিনি ২০২০-র শেষদিন টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। অন্যদিকে ভারতীয় দলে অজিঙ্ক রাহানে। যিনি সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে অজিদের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন করিয়ে বছর শেষ করেছেন। আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।যিনি নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পর এই প্রথমবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে নামছেন। চোটের জন্য ওয়ার্নার প্রথম দুই টেস্ট খেলতে পারেননি।

কলকাতাঃ ইকোপার্কে পুলিশের কড়া নজরদারি, ভিড় নিয়ন্ত্রণে মাইকিং, মাস্ক বিলি পুলিশের তরফে

বক্সিং ডে টেস্টে ঝকঝকে পারফরম্যান্সের পুরস্কার অশ্বিন-বুমরাহকে! কম যান না স্টার্কও!

{quiz_463}

English summary
Welcome 2021: Ind vs Aus to NZ vs Pak, Sa vs Sri, 3 test in 2021 first week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X