• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নববর্ষেই কবিতা লিখে সাড়া ফেললেন মোদী, জোরদার চর্চা নেটিজেন মহলে

  • |

২০১৪ সালে ক্ষমতায় আসর পর থেকেই দিয়েছেন একের পর এক চমক। জনপ্রিয়তা হোক বা রাজনীতির ময়দানে গ্রহণযোগ্যতা, প্রতিক্ষেত্রেই দেশের একাধিক তাবড় তাবড় নেতাকে পিছনে ফেলেছেন মোদী। সৃজনশীলতা হোক বা ভাষণ, প্রতিক্ষেত্রেই রেখেছেন ক্ষুরধার ব্যক্তিত্বের ছাপ। এবার নববর্ষের শুরুতেই অব্যাহত রাখলেন সেই ধারা। ২০২১-কে স্বাগত জানিয়ে লিখে ফেললেন কবিতা।

 নববর্ষেই কবিতা লিখে সাড়া ফেললেন মোদী, জোরদার চর্চা নেটিজেন মহলে

শুক্রবার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডলে ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়। সঙ্গে মোদীর লেখা হিন্দি কবিতা 'অভি তো সূরজ উগা হ্যয়’ পোস্ট করা হয়। যা নিয়েই জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। লেখার পাশাপাশি মোদী নিজেই কবিতাটা আবৃত্তি করেছেন বলে দেখা যাচ্ছে। একইসঙ্গে এক মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় বিভিন্ন মুহূর্তের কোলাজ তুলে ধরা হয়েছে।

ওই ভিডিও বার্তার সাথেই কবিতার ইংরেজি শিরোনাম রাখা হয়েছে 'দ্য সান হ্যাজ জাস্ট রাইজন’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'সবে তো সূর্যোদয় হয়েছে’। যার মাধ্যমে মোদী দেশবাসীকে নতুন দিনের স্বপ্ন দেখাতে চাইছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। ভিডিও বার্তাতেই উঠে এসেছে ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনীর কথা। দেখা গিয়েছে কৃষক, কৃষিখেতের কোলাজও। একইসঙ্গে গত ২০ ডিসেম্বর দিল্লির গুরুদ্বারা রাকাবগঞ্জে মোদীর সফর দৃশ্যও ঠাঁই পেয়েছে কোলাজে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, ইসরোর উপগ্রহ উৎক্ষেপণ, চিকিৎসক-পুলিশ-নার্সদের মতো স্বাস্থ্যকর্মী, করোনা রোগীদের কোলাজও রাখা হয়েছে বলে দেখা যাচ্ছে।

কলকাতাঃ বছরের প্রথমদিনে নিকোপার্কে মানুষের সমাগম, রেকর্ড ভিড় উধাও

ফের চাঙ্গা হচ্ছে দেশীয় অর্থনীতি! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল ডিসেম্বরের জিএসটি আদায়ের পরিমাণ

English summary
prime minister narendra modi recited his own poem to welcome 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X