অলিম্পিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১-এ ভারতের জন্য অপেক্ষায় বসে কোন কোন ক্রীড়া ইভেন্ট?
করোনা ভাইরাসের আতঙ্কেই জৌলুস সহকারে ২০২১ সালকে স্বাগত জানাল বিশ্ব। এবার সামনে তাকানোর পালা। ভাল-মন্দের ঢালা সাজিয়ে অপেক্ষায় বসে ৩৬৫টি দিন। সেখানে কেমন ভাবে নিজেকে মেলে ধরবে বিশ্ব ক্রীড়া ইভেন্টগুলি, তা সময় এলেই বোঝা যাবে। তারই ফাঁকে দেখে নেওয়া যাক আগামী এক বছর ভারতীয়দের জন্য বিস্ফোরণের অপেক্ষায় বসে কোন কোন ক্রীড়া ইভেন্ট, তা জেনে নেওয়া যাক।

ক্রিকেট ইভেন্ট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির অবশিষ্ট দুটি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। সিডনি ও ব্রিসবোনে হবে ম্যাচ। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও হবে। তারপর ভারতের মাটিতে আইপিএলের ১৪তম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ইংল্যান্ড সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের। ২০২১ সালের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া।

টোকিও অলিম্পিক
করোনা ভাইরাসের জেরে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল ইভেন্ট। তা ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা। ইভেন্ট অনুষ্ঠিত হলে ভারতীয় অ্যাথলিটদের ফের ট্র্যাকে দেখা যাবে।

ফুটবল
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের দ্বিতীয় পর্ব এবং প্লে-অফের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। মার্চে শেষ হবে টুর্নামেন্ট। এরপর ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে ভারতীয় ফুটবল দল। ২০২১ সালেই শুরু হবে আই লিগ। বছরের শেষ বা নভেম্বরে আইএসএলের পরবর্তী মরসুম শুরু হয়ে যাওয়ার কথা।

অন্যান্য ইভেন্ট
২০২১-এর শুরুতেই ব্যাডমিন্টন কোর্টে দেখা যাবে পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বী শ্রীকান্তদের। জানুয়ারিতেই শুরু হবে থাইল্যান্ড ওপেন। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা মার্কিন ওপেন। কোর্টে নামবেন ভারতের তরুণ তারকা সুমিত নাগাল।