২০২১-এ কীভাবে বিশ্বের এক নম্বর টেস্ট দল হবে টিম ইন্ডিয়া? পোড়াতে হবে কতটা কাঠখড়?
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতেও আইসিসি ক্রম তালিকায় খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ভারতীয় ক্রিকেট দল। এর কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে টেস্টে বিরাট কোহলিদের অনিয়মিত পারফরম্যান্স। গত বছর মাত্র চারটি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে তিনটিতে তারা হেরেছে। এই অবস্থায় ২০২১ সালে আইসিসি টেস্ট ক্রম তালিকার শীর্ষে পৌঁছতে হলে, টিম ইন্ডিয়াকে কতটা কাঠখড় পোড়াতে হবে, তা জেনে নেওয়া যাক।

কোথায় রয়েছে ভারত
বর্তমানে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। তাদের রেটিং ১১৪। তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে টেস্ট সিরিজ হারাতে পারলে ক্রম তালিকার পয়লা নম্বর স্থানে উঠে আসবে কিউয়িরা। দ্বিতীয় স্থানে নেমে আসবে অস্ট্রেলিয়া।

ভারতের কাছে সুযোগ
বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ জিতেছে ভারত। সিরিজের শেষ দুটি টেস্ট ম্যাচ জিততে পারলে বা ভারতের পক্ষে সিরিজের ফল ৩-১ হলে ১১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রম তালিকার শীর্ষে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। সিরিজ ২-১ ফলাফলে জিতলেও ভারত শীর্ষে পৌঁছে যেতে পারে, যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট কোনওভাবে ড্র করতে সক্ষম হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার কাছে সুযোগ
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে ৩-১ ফলাফলে হারাতে পারলে ১২১ পয়েন্ট পোঁছে যাবে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান দখল করবে ক্যাঙারুর দেশ। সিরিজ ২-১ ফলে জিতলেও একই জায়গায় অবস্থান করবেন টিম পেইনরা। কিন্তু সিরিজ ২-২ ফলাফলে অমীমাংসিত ভাবে শেষ হলে এবং নিউজিল্যান্ড পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করলে দ্বিতীয় স্থানে নেমে আসবে অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টে মোকাবিলা
আগামী ৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। ম্যাচ যে দল জিতবে, তারা সিরিজ জয়ের দিকে এককদম এগিয়ে থাকবে।