কলকাতা২৪x৭: ২০২০ সালটা বিশ্ববাসী মনে রাখতে একটাই কারণে৷ করোনাভাইরাস নামক অতিমারীর কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্ব৷ এখন স্বাভাবিকের পথে হাঁটতে শুরু করলেও ২০২১ সালেও এর প্রভাব রয়েছে বিভীষণভাবে৷
শুরু সাধারণ জীবনে নয়, গত বছরে খেলাধূলোর ক্ষেত্রেও সুদূর প্রসার ফেলেছিল করোনা নামক মারণ ভাইরাস৷ কিন্তু বছর শেষে স্বাভাবিকের পথে হাঁটতে শুরু করেছে ক্রীড়াজগত৷ বায়ো-বাবলে থেকে শুরু হয়েছে ফুটবল থেকে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাগুলিও৷ সতর্কতা অলম্বন করেই এগিয়ে যেতে শুরু করেছে খেলাধুলো৷
দেখে নেওয়া যাক এক নজরে ২০২১ সালে ভারতীয় স্পোর্টস:
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ: ২০২০ সালে করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ৷ এই বিশ্বকাপ ২০২২ সালে পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে অস্ট্রেলিয়ার মাটিতে৷ তবে ২০২১ ভারতের মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপ৷ যা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার৷ কারণ করোনার পর বিশ্বক্রিকেটের সবচেয় বড় টুর্নামেন্ট হতে চলেছে ভারতের মাটিতেই৷ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপ৷
ভারতের অস্ট্রেলিয়া সফর: শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অভিশপ্ত ২০২০ শেষ করেছে টিম ইন্ডিয়া৷ বক্সিং ডে টেস্ট জিতে বছর শেষ করেছে ভারত৷ তবে নতুন বছরে ভারতের প্রথম ম্যাচ সিডনিতে নিউ ইয়ার টেস্ট৷ ৭ জানুয়ারি থেকে এসসিজি-তে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট৷ এটাই ২০২১ সালে ভারতের প্রথম ক্রিকেট ম্যাচ৷ তবে বছর শেষের মতো নতুন বছরে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে৷ সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট হবে ব্রিসবেনে৷
ইংল্যান্ডের ভারত সফর: অস্ট্রেলিয়া থেকে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে ভারত৷ আমদাবাদ ও চেন্নাইয়ে বায়ো-সিকিউর পরিবেশে এই টেস্ট ম্যাচগুলি হবে৷ তারপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমদাবাদে নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷
আইপিএল ২০২১: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে আইপিএল মহাযুদ্ধে নামবেন ভারতীয় ক্রিকেটাররা৷ করোনা অতিমারীর করাণে ২০২০ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে৷ করোনা আবহে মরু শহরে নির্বিঘ্নেই হয়েছে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ তবে ২০২১-এর আইপিএল হবে সম্ভবত দেশের মাটিতেই৷
ভারতের ইংল্যান্ড সফর: আইপিএলের পর অর্থাৎ অগস্টে ইংল্যান্ড সফরে যাবে ভারত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ২০২১ লর্ডসে হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল৷ দু’ বছর ধরে চলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ক্রিকেট মক্কায়৷ পয়েন্ট টেবলে সেরা দুই দল লড়বে টেস্টে বিশ্বসেরার খেতাব জয়ের জন্য৷
টোকিও অলিম্পিক: করোনার কারণে স্থগিত হয়ে ২০২০ টোকিও অলিম্পিক হবে ২০২১ সালে৷ এখনও পর্যন্ত যা ঠিক, তাতে জাপানের রাজাধানী শহর টোকিওতে বসছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসর৷ অলিম্পিক শুরু হবে ২৩ জুলাই৷
আইএসএল: ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইএসএল-এর সবচেয়ে বড় বছর হতে চলেছে ২০২১৷ অভিশপ্ত ২০২০ সালেই আইএসএল-এ নাম লেখায় দেশের দুই শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল৷ কিন্তু করোনার কারণে ঘরের মাঠে খেলতে পারেনি বিশ্বের অন্যতম এই দুই ফ্যান বেস ক্লাব৷ সম্ভবত ২০২১ সালে ঘরের মাঠে আইএসএল-র ম্যাচ খেলতে পারবে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.