নতুন বছরের আইএসএলে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট, ধারেভারে এগিয়ে কোন দল?
নতুন বছরে নতুন করে শুরু করার বার্তা আগেই দিয়েছেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। সেই মতো নতুন বছরের তৃতীয় দিনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমে পড়ছে এটিকে মোহনবাগান। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। ২০২১ সালের শুরুতে কোন দলের মুথে হাসি ফোটে, তা তো সময় বলবে। তার আগে শক্তি এবং পরিসংখ্যানে কোন দল কতটা এগিয়ে, তা দেখে নেওয়া যাক।

দুই দলের মুখোমুখি দেখা
মোহনবাগানের সঙ্গে যুক্ত হওয়ার আগে আইএসএলে ১২ বার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সাত বার জিতেছে এটিকে। তিন বার জিতেছে নর্থইস্ট। দুই দলের মধ্যে দুই বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই ম্যাচের ফল
২০১৯-২০২০ মরসুমের আইএসএলের লিগ পর্যায়ে দুই বার মুথোমুখি হয়েছিল দুই দল। দুই বারই জিতেছিল এটিকে। প্রথম ম্যাচের ফল হয়েছিল ৩-০। ১-০ গোলে দ্বিতীয় ম্যাচ জিতেছিল এটিকে।

লিগ তালিকায় অবস্থান
আট ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতেছে সবুজ-মেরুন। মাত্র একটি ম্যাচ হেরেছেন আন্টোনিও লোপেজ হাবাসের ছেলেরা। আট ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। টুর্নামেন্টে দুটি ম্যাচ জিতেছে অভিনেতা জন আব্রাহামের দল।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৫টি গোল দিয়েছেন রয় কৃষ্ণ। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৩টি গোল দিয়েছেন কাওয়েসি আপিয়া। দল হিসেবে এখনও পর্যন্ত টুর্নামেন্টে আটটি গোল করেছে এটিকে মোহনবাগান। ১০টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড।

ক্লিনশিট
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে গত ম্যাচে সাতটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন রুখে দিয়েছিলেন। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের ঝুলিতে রয়েছে তিনটি ক্লিনশিট।

পাল্লা ভারী কোন শিবিরের
ম্যাচ জয় এবং পয়েন্টের নিরিখে নর্থইস্ট ইউনাইটেডের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। দলের ভারসাম্য এতটাই ভাল যে ভাল ফুটবলারদেরও রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে বাধ্য হয়েছেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে চলতি টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ জেতা নর্থইস্ট ইউনাইটেড আরও পাঁচ ম্যাচে অপরাজিতই থেকে গিয়েছে। দলের তরুণ পাহাড়ি ব্রিগেড যে কোনও সময় যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত।
আইএসএলে ওড়িশার মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, প্রায় একই প্রেক্ষাপটে পাল্লা ভারী কোন দলের?