হাওড়া: গাড়ি বিক্রির নাম করে পাঁচলায় ১০ লক্ষ টাকা ছিনতাই হল হাওড়ায়। ধরাও পড়েছে ওই ব্যক্তি। ঘটনার অভিযোগ গ্রামীণ হাওড়ার পাঁচলা মোড় থেকে ধৃত এক ব্যক্তিড় বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেফতার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাহিদ ওরফে সাধু। ধৃত কোলকাতার গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ধৃত সাহিদ ও তার বন্ধু রসিদ বিভিন্ন গাড়ি কেনাবেচায় দালালির সাথে যুক্ত। কয়েকদিন আগে কোলকাতার বাসিন্দা গৌরব সিং একটি গাড়ি কেনার জন্য দু’জনের সাথে যোগাযোগ করেন। গাড়ি কেনার জন্য সাহিদ ও রশিদ গৌরবকে ১০ লক্ষ টাকা সঙ্গে নিয়ে মঙ্গলবার গ্রামীণ হাওড়ার পাঁচলা মোড়ে আসতে বলেন।
জানা গিয়েছে, সেই অনুযায়ী গৌরব মঙ্গলবার সকালে একটি গাড়ি করে ১০ লক্ষ টাকা নিয়ে ১৬ নং জাতীয় সড়কের পাঁচলা মোড়ে এসে দু’জনের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সাহিদ ও রসিদ। তিনজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। অভিযোগ, রসিদ ও সাহিদের সাথে গৌরব যখন কথা বলতে ব্যস্ত তখনই অন্য একটি গাড়িতে চেপে ঘটনাস্থলে হাজির হয় পাঁচ ব্যক্তি। অভিযোগ, তিনজনের কথা বলার মাঝেই এই পাঁচ ব্যাক্তি গৌরবের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয়।
এদিকে ৫ যুবকের সঙ্গে রশিদ ও সাহিদও পালাতে গেলে স্থানীয় ব্যক্তিরা সাহিদকে ধরে ফেলে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে সাহিদকে গ্রেফতার করে রাজাপুর থানার পুলিশ। বুধবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও অভিযুক্ত সাহিদের দাবি, তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এহেন ঘটনার সাথে তার কোন যোগ নেই বলে দাবি করেছে ধৃত সাহিদ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.