২০২১-র প্রথম দিনেই দৈনিক সংক্রমণ কমল, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লক্ষ পেরোল
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ বছরের প্রথম দিনে আশা জাগাল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০,০৩৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৫৬ জন। করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৩,১৮১ জন। গোটা দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০২,৮৬,৭১০ জন। মারা গিয়েছেন মোট ১,৪৮,৯৯৪।

কমল দৈনিক সংক্রমণ
বছরের প্রথম দিনেই কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০৩৬ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০২,৮৬,৭১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৫৬ জন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,৪৮,৯৯৪ জন। দেশে করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৩,১৮১ জন।

ভ্যাকসিনের ড্রাইরান
২ জানুয়ারি থেকে গোটা দেশে একসঙ্গে করোনা ভ্যাকসিনের ড্রাইরান শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গেও শুরু হবে করোনা ভাইরাসের ড্রাইরান। তার চরম প্রস্তুতি চলছে আজ। ইতিমধ্যেই সব রাজ্যকে এই নিয়ে গাইডলাইন পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন শীঘ্রই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। সূত্রের খবর আজ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে কেন্দ্র।

নাইট কার্ফু
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই বর্ষবরণের উৎসবের রাশ টানা হয়েছিল। কেন্দ্রের দেওয়া গাইডলাইন মেনে একাধিক রাজ্য ৩১ ডিসেম্বর লাইট কার্ফুর পথে হেঁটেছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, রাজধানী দিল্লি, কেরল, কর্নাটকেও নাইট কার্ফু জারি করা হয়েছিল। রাত ১০টার পর অআর এই সব রাজ্যে বর্ষবরণের কোনও পার্টি বং অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। অধিকাংশ মানুষ বাড়িতেই উৎসব করেছেন। যার ফল মিেলছে। নতুন বছরের প্রথম দিবেই করোনা সংক্রমণ অনেকটাই কমেছে।

নয়া স্ট্রেনের আতঙ্ক
ইতিমধ্যেই ভারতে চলে এসেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। ব্রিটেন ফেরত যাত্রীদের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। প্রায় ২০ থেকে ২৫ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। তারমধ্যে কলকাতার এক যুবকও রয়েছে। ২ বছরের এক শিশুও করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়েছে।