• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আর একধাপ গেলেই 'জালে' ভাইপো! অভিষেকের জন্যে 'ফাঁদ' তৈরি করছেন শুভেন্দু নিজে?

রাজ্য-রাজনীতিতে এখন চলছে শক্তি পরীক্ষার লড়াই। পদ্মশিবিরে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন 'তোলাবাজ ভাইপো হটাও।' আর এই বিষয়টিকে যে মোটেও ভালোভাবে নেননি তৃণমূল যুব সভাপতি। অভিষেক বলেছিলেন, 'আমি ইডি, সিবিআইকে ভয় পাই না। প্রমাণ করে দেখাও কোথায় তোলাবাজি করেছি। ইডি-সিবিআই লাগবে না, নিজে থেকেই ফাঁসির কাঠে চলে যাব।' এবার এই চ্যালেঞ্জেরই পাল্টা দিলেন শুভেন্দু।

'লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল'

'লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল'

লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল৷ নন্দীগ্রামের সভা থেকে এভাবেই অভিষেককে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী৷ আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির প্রতিবাদ সভা ছিল। মঙ্গলবার শুভেন্দুর নন্দীগ্রামের অরাজনৈতিক ব়্যালিতে হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছিল।

আর আক পা এগোলেই জালে জড়াবে ভাইপো

আর আক পা এগোলেই জালে জড়াবে ভাইপো

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি৷ শুভেন্দু বলেন,'লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল।' পাশাপাশি তিনি এদিন পাচার কাণ্ডে বিনয় মিশ্রের খোঁজে সিবিআই তল্লাশি প্রসঙ্গ টেনে তিনি বলেন, আর আক পা এগোলেই জালে জড়াবে ভাইপো।

শুভেন্দু কি সিবিআই-এর মুখপাত্র?

শুভেন্দু কি সিবিআই-এর মুখপাত্র?

অবশ্য শুভেন্দুর এই মন্তব্যকে ভালো চোখে দেখেনি তৃণমূল। সৌগত রায় এবিষয়ে পাল্টা মন্তব্য করেন, 'শুভেন্দু কি সিবিআই-এর মুখপাত্র? সবাই জানে সিবিআই-এর রিমোট কন্ট্রোল দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই কাজ করছে সিবিআই।' এদিকে বিনয় মিশ্রের আরও একটি ফ্ল্যাট সিল করা হয় এদিন। পাশাপাশি বিনয় মিশ্রের সঙ্গে এনামুল হকের সঙ্গে সরাসরি যোগও মিলেছে আজ।

বিজেপিতে যোগ শুভেন্দুর ভাইয়ের

বিজেপিতে যোগ শুভেন্দুর ভাইয়ের

এদিকে কয়েকদিন আগেই কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান তিনি। আর আজ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে আগেই জানিয়ে দেন শুভেন্দু। আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির প্রতিবাদ সভা থেকে তাঁর ঘোষণা, বিকেলে কাঁথির সভা থেকেই ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দিচ্ছেন।

কান টানতেই আসছে মাথা! বিনয় মিশ্রের আরও একটি বাড়ি সিল, মিলল চাঞ্চল্যকর সব তথ্য

English summary
Suvendu Adhikari said that Abhishek Banerjee will be nabbed soon by CBI, TMC lashes back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X