নয়াদিল্লি: দেশে ফের করোনার নয়া স্ট্রেনের খোঁজ। শুক্রবার আরও চারজনের দেহে এই নয়া ভাইরাসের খোঁজ মিলেছে। যার জেরে করোনার নয়া স্ট্রেনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ এ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন চারটি কেসের মধ্যে তিনটি কেস বেঙ্গালুরুতে পাওয়া গিয়েছে। অপর একটি কেসের হদিশ মিলেছে হায়দরাবাদে।

এখনও পর্যন্ত মোট ২৯ টি এই ধরনের কেসের ক্ষেত্রে দিল্লির ল্যাবে ১০ টি, বেঙ্গালুরু ল্যাবে ১০ টি, হায়দরাবাদে ৩ টি, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ৫ টি ও পশ্চিমবঙ্গে ১ টি চিহ্নিত হয়েছে।

এই নতুন স্ট্রেন আগের চেয়ে আরও ভয়ংকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ২ জানুয়ারি থেকে দেশের প্রতিটি রাজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই-রান শুরু করা হবে। বৃহস্পতিবার এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

এখন অবধি দেশের ৪ টি রাজ্যে এমন ড্রাই রান শুরু করা হয়েছিল। এই চার রাজ্যের মধ্যে রয়েছে পঞ্জাব, অসম, গুজরাত, এবং অন্ধ্রপ্রদেশ। এখন অবধি রিপোর্ট মোতাবকে এই চার রাজ্যে ড্রাই রানের রিপোর্ট ভালো। এরপরেই সমগ্র দেশে ড্রাই রানের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছে কেন্দ্র।

ওদিকে দেশে করোনা সংক্রমণ কিন্তু অব্যহত রয়েছে। ২০২০ এর শেষ দিনে দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ কোটি ২ লক্ষ ৮৬ হাজার ৭১০ এ। এরমধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ২৫৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন এমন মানুষের সংখ্যা ৯৮ লক্ষ ৮৩ হাজার ৪৬১ জন।

দেশে এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪ জনের। শেষ ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।