কলকাতা২৪x৭: আইএসএলে চলছে নবম রাউন্ডের খেলা। সদ্য শেষ হওয়া ২০২০-তে আইএসএলের সপ্তম সংস্করণে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছে এটিকে-মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। পাল্লা দিচ্ছে গতবারের লিগ শিল্ড উইনার এফসি গোয়াও। মিশ্র পারফরম্যান্স জামশেদপুর এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, কিংবা বেঙ্গালুরু এফসি’র মতো দলগুলোর।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান কিংবা মুম্বই এফসি’র দুরন্ত পারফরম্যান্স প্রতিফলিত হয়েছে লিগ টেবিলেও। শীর্ষে থেকেই নতুন বছরে অভিযান শুরু করতে চলেছে এটিকে-মোহনবাগান। যদিও শনিবার কেরালা ব্লাস্টার্সকে হারালে বা ড্র করলেই ফের শীর্ষস্থান দখল করে নেবে আইল্যান্ডাররা। একনজরে দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে কে কোথায় দাঁড়িয়ে-
১. এটিকে মোহনবাগান: আট ম্যাচ খেলে ঝুলিতে ১৭ পয়েন্ট। ৫টি জয়, ২টি ড্র। মেরিনার্সদের হার মাত্র একটি ম্যাচে। রবিবার নতুন বছরে হাবাসের দলের প্রথম ম্যাচ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
২. মুম্বই সিটি এফসি: সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে বাণিজ্য নগরীর দল। টুর্নামেন্ট শুরুর ম্যাচে নর্থ-ইস্টের কাছে হারলেও এরপর টানা চার ম্যাচ জিতে দারুণভাবে কামব্যাক করে সার্জিও লোবেরার ছেলেরা। এখনও অবধি তাদের জয় ৫টি ম্যাচে। হার একটিতে এবং ড্র একটি ম্যাচে।
৩. এফসি গোয়া: ন’ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে গোয়া। জয় ৪টি ম্যাচে, হার ২টি’তে। বাকি তিনটি ম্যাচে ড্র গৌরদের। নতুন বছরে গোয়ার প্রথম ম্যাচ আগামী ৬ জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
৪. জামশেদপুর এফসি: ৩টি জয় এবং ৪টি ড্র নিয়ে প্রথম ন’ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রেড মাইনার্সরা। ২টি ম্যাচে হেরেছে তারা। আগামী ১০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচটি খেলবে ওয়েন কয়েলের দল।
৫. বেঙ্গালুরু এফসি: আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও অবধি টুর্নামেন্টে মিশ্র পারফরম্যান্স সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানির। ৩টি জয়, ৩টি ড্র এবং ২টি ম্যাচে হার। ৫ জানুয়ারি মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি।
৬. নর্থ-ইস্ট ইউনাইটেড: আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ’য়ে হাইল্যান্ডাররা। এখনও অবধি ২টি ম্যাচে জয় পেয়েছে নর্থ-ইস্ট এবং ড্র করেছে ৫টি ম্যাচ। তরুণ কোচ জেরার্ড নাসের দল হেরেছে মাত্র একটি ম্যাচ। ৩ জানুয়ারি এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলবে নর্থ-ইস্ট।
৭. চেন্নাইয়িন এফসি: আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে থেকে বছর শুরু করছে মারিনা মাচানরা। তারা জয় পেয়েছে ২টি ম্যাচে, ড্র করেছে ৪টি ম্যাচ। চেন্নাইয়িন হেরেছে ২টি ম্যাচে। ৪ জানুয়ারি হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণের দলটি।
৮. হায়দরাবাদ এফসি: আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টমস্থানে হায়দরাবাদ এফসি। এর মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে নিজামরা, ড্র করেছে ৩টি ম্যাচ এবং হেরেছে ৩টি ম্যাচ। ৪ জানুয়ারি চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে বছরের প্রথম খেলবে হায়দরাবাদ।
৯. কেরালা ব্লাস্টার্স: প্রথম ছ’ম্যাচে জয়হীন থাকার পর টুর্নামেন্টের সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। সাত ম্যাচে তাদের পয়েন্ট ৬। ৩টি ম্যাচ ড্র করেছে কেরালা এবং তাদের হারতেও হয়েছে ৩টি ম্যাচ। শনিবার অর্থাৎ ২ জানুয়ারি মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স।
১০. এসসি ইস্টবেঙ্গল: সপ্তম আইএসএলে অভিষেককারী কলকাতা জায়ান্টরা প্রথম সাত ম্যাচে এখনও জয়হীন। ৪টি ম্যাচ হেরেছে তারা এবং ৩টি ম্যাচ ড্র করে আপাতত লিগে দশ নম্বরে লাল-হলুদ ব্রিগেড। ৩ জানুয়ারি ওডিশা এফসি’র বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলবে রবি ফাওলার প্রশিক্ষণাধীন দল।
১১. ওডিশা এফসি: প্রথম সাত ম্যাচে জয়হীন স্টুয়ার্ট বাক্সটারের প্রশিক্ষণাধীন ওডিশা এফসিও। ৫টি ম্যাচ হেরেছে তারা এবং ২টি ম্যাচ ড্র। লিগ টেবিলে ‘লাস্ট বয়’ হয়ে বছর শুরু করছে ওডিশা এফসি। ৩ জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ খেলবে স্টুয়ার্ট বাক্সটারের দল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.