২০২১ সালের শুরুতেই বিরল উল্কাবৃষ্টি! দিন, ক্ষণ , তারিখ এক নজরে
২০২১ সালের শুরুতেই এক বিরল ধরনের চতুষ্কোণ উল্কা (Quadrantids) পাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, খুব শিগগিরিই বছরের শুরুতে এই বিরল ধরনের উল্কা পাত হবে। একনজরে দেখে নেওয়া যাক, এই উল্কাপাতের দিন , ক্ষণ সময়।

চতুষ্কোণ উল্কা আসলে কী!
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মূলত, ধুমকেতুর কণা বা গ্রহাণুর অংশ থেকে তৈরি হয় এই ধরনের বিরল উল্কা। এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন আগুন ধরে যায়, তখনই তা জ্বলে ওঠে। আর তাতেই দেখায় উজ্জ্বল।

উল্কা বৃষ্টি ঘিরে তথ্য
এর আগে, ১৮২৫ সালে প্রথমবার উল্কা বৃষ্টি দেখা যায় সেই সময়ই প্রথম এই উল্কা বৃষ্টির আবিষ্কার হয়। এদিকে, মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা বলছে ,২০২১ সালে বায়ুমণ্ডলের অনেকটা জুড়ে দেখা যাবে উল্কা বৃষ্টি।

কবে দেখা যাবে এই উল্কা বর্ষণ?
বিজ্ঞানীরা বলছে, পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কাবর্ষণ দেখা যাবে। আর তারমধ্যে ভারতবর্ষও রয়েছে। ফলে ২ থেকে ৩ জানুয়ারি ভোররাতে ভারতের আকাশে দেখা যাবে এই উল্কা বৃষ্টি। সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে এই উল্কা বৃষ্টি দেখা যাবে।

২০০ টি উল্কার বৃষ্টি!
জানা গিয়েছে, ২০০ টি উল্কার বৃষ্টি ভোররাতের আকাশে দেখা যাবে ২ থেকে ৩ জানুয়ারি। সেই সময় ৩০ মিনিট অন্ধকারে চোখ রাখলেই এই বিরল উল্কা বর্ষণ দেখা যাবে।
আর একধাপ গেলেই 'জালে' ভাইপো! অভিষেকের জন্যে 'ফাঁদ' তৈরি করছেন শুভেন্দু নিজে?