• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২০২১ এর শুরুতেই সুসংবাদ! করোনার ভ্যাকসিন ফাইজার নিয়ে এবার হু-এর তরফে বড় পদক্ষেপ

  • |

২০২১ সালের সকালেই সুখবর এসে গেল! এবার করোনার টিকাকরণ নিয়ে ফাইজারকে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিল হু। এই পরিস্থিতিতে করোনার টিকা করণ নিয়ে বড় পদক্ষেপ আসতে শুরু করল বছরের প্রথম দিন থেকেই।

২০২১ এর শুরুতেই সুসংবাদ! করোনার ভ্যাকসিন ফাইজার নিয়ে এবার হু-এর তরফে বড় পদক্ষেপ

আমেরিকা, ব্রিটেনের মতো দেশে ইতিমধ্যেই করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দেশে করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে। ভারতেও তোড়জোড় শুরু হয়েছে করোনার টিকাকরণ নিয়ে। এমন অবস্থায় বিশ্বে ফাইজারই প্রথম সংস্থা যারা হু এর তরফে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র পেয়েছে। হুয়ের তরফে ফাইজারকে দেওয়া এই ছাড়পত্র বিভিন্ন দেশে ফাইজারের জন্য রাস্তা খুলে দিল। ফাইজার এই ছাড়পত্র নিয়েই বিভিন্ন দেশে টিকাকরণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, করোনার ফাইজারের টিকা নিরাপত্তা সংক্রান্ত সমস্ত শর্ত পূরণ করেছে।এর ব্যবহারে করোনার ঝুঁকিও কমার ইঙ্গিত দিয়েছে হু। এর হাত ধরে হু এর সহকারী সংস্থাগুলিও এই ভ্যাকসিন এখন সরকারিভাবে কিনতে পারবে।এর ফলে গরিব দেশগুলি বিভিন্নভাবে উপকৃত হবে।

English summary
Pfizer becomes first Covid-19 vaccine to receive WHO validation for emergency use
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X