স্মিথের বিরুদ্ধে ৫! সিডনিতে ছক্কা হাঁকাবেন কি অশ্বিন! কী বলছে পরিসংখ্যান?
বর্ডার গাভাসকর ট্রফিতে একটি করে ম্যাচ জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। ফলে সিরিজের শেষ দুটি টেস্টে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছে ক্রিকেট প্রেমীরা। তাতে আরও মশলা যোগ হতে পারে গত দুই টেস্টের মতো সিডনিতেও অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের সঙ্গে টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের হাড্ডাহাড্ডি লড়াই হলে। মুখোমুখি সমরে কার পাল্লা ভারী কিন্তু ভারতীয় স্পিনারের। টেস্টে স্টিভ স্মিথকে পাঁচ বার আউট করেছেন অশ্বিন।

২০১৩ সালের দিল্লি টেস্ট
২০১৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে একে অপরের বিরুদ্ধে প্রথমবার যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও স্টিভ স্মিথ। পাঞ্জাবের মোহালিতে হওয়া প্রথম টেস্ট অজি ব্যাটসম্যানকে আউট করতে পারেননি ভারতীয় স্পিনার। দিল্লিতে হওয়া দ্বিতীয় টেস্টে স্মিথকে আউট করেছিলেন অশ্বিন।

২০১৭ সালের পুনে টেস্টে
২০১৭ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সে দলের নেতা ছিলেন স্টিভ স্মিথ। পুনে টেস্টে সেই স্মিথকেই শিকার বানিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। কেরিয়ারে দ্বিতীয়বার অজি ব্যাটসম্যানকে আউট করেছিলেন টিম ইন্ডিয়ার স্পিনার।

২০১৭ সালের ধর্মশালা টেস্ট
২০১৭ সালেরই ধর্মশালা টেস্টে স্টিভ স্মিথ ও রবিচন্দ্রণ অশ্বিনের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হয়েছিল। ওই ম্যাচে ১১১ রানে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথকে আউট করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। তৃতীয় বারের জন্য যুদ্ধে জিতেছিলেন টিম ইন্ডিয়ার স্পিনার।

২০২০ সালের অ্যাডিলেড টেস্ট
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিলেড ওভালে। ভারতকে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছিল। তবু ম্যাচের প্রথম ইনিংসে স্টিভ স্মিথকে আউট করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র ১ রানে খেলছিলেন অজি ব্যাটসম্যান। স্লিপে তাঁর ক্যাচ নিয়েছিলেন অজিঙ্ক রাহানে।

২০২০ সালের মেলবোর্ন টেস্ট
মেলবোর্নে সদ্য শেষ হওয়া বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত কামব্যাক হয়েছে। ওই ম্যাচেরও প্রথম ইনিংসে স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। টেস্ট কেরিয়ারে প্রথম বার প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন অজি ব্যাটসম্যান।