কলকাতা: বছরের প্রথম দিন করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে৷ পাশাপাশি বেড়েছে সুস্থতার হার৷
শুক্রবার অর্থাৎ ২০২১ পয়লা জানুয়ারি সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের৷ বৃহস্পতিবার ছিল ২৯ জন৷ তুলনামূলক একদিনে ফের কমল মৃতের সংখ্যা৷ তবে সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৩৮ জন৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,১৫৩ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১,১৭০ জনে৷ বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা আগেই সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়েছে৷ আজকের তথ্য অনুযায়ী ৫ লক্ষ ৫৩ হাজার ২১৬ জন৷
তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার৷ ৩১ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী মৃত্যুহার বেড়ে ১.৭৬ শতাংশ৷ তবে এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন ২,৫৬৩ জন৷ হোম আইসোলেশনে রয়েছেন ৯ হাজার ৩২৪ জন৷ আর সেফ হোমে মাত্র ৮৮ জন৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৯৬ জন৷ বৃহস্পতিবার ছিল ১,১৭০ জন৷ বুধবার ছিল ১,৫৫৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩১ হাজার ৮৬২ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.১৪ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১২ হাজারের নিচে নেমে এসেছে৷ তথ্য অনুযায়ী,১১ হাজার ৬১৬ জন৷ বৃহস্পতিবার ছিল ১১ হাজার ৯৮৫ জন৷ তুলনামূলক ৩৬৯ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৭১ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭১ লক্ষ ৪৯ হাজার ৫৩৯ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৭৯,৪৩৯ জন৷ একদিনে ৩৯ হাজার ১০৯ টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৮ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.