নতুন বছরে কোন পরিকল্পনা বা লক্ষ্য সামনে রেখে এগোবেন হাবাস
২০২০ সালে নিজেদের শেষ ম্যাচ জিততে পারেনি এটিকে মোহনবাগান। চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সবুজ-মেরুন শিবিরকে। তাতে হতাশ তো ননই, বরং বছর শেষে আইএসএল তালিকার শীর্ষে থাকতে পেরে বেশ সন্তুষ্ট আন্টোনিও লোপেজ হাবাস। নতুন বছরে নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগোনেই লক্ষ্য বলে জানালেন এটিকে মোহনবাগান কোচ।

শীর্ষে থেকে খুশি
চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে এটিকে মোহনবাগানকে। তা সত্ত্বেও লিগ তালিকার শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করেছে সবুজ-মেরুন। ফলে এই ফলাফলে বেশ সন্তুষ্ট হয়েছেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। জানিয়েছেন যে দলের ফুটবলারদের পারফরম্যান্সে তিনি খুশি।

আগামী লক্ষ্য
২০১৯-২০২০ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠা কলকাতার এই দল যে টুর্নামেন্টের চলতি সংস্করণেও চ্যাম্পিয়ন হতে পারে, তা মেনে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। যদিও এখনই এতটা ভাবতে রাজি নন আন্টোনিও লোপেজ হাবাস। তাঁর কথায়, এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। ম্যাচ ধরে ধরে এগোনোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ।

সবুজ-মেরুনের সাফল্য
আট ম্যাচ খেলে ১৭ পয়েন্ট অর্জন করেছে সবুজ-মেরুন। আইএসএল তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে কলকাতার ক্লাব। পাঁচটি ম্যাচ জেতার পাশাপাশি দুটিতে ড্র করেছে সবুজ-মেরুন। একটি ম্যাচ হেরেছে।

এটিকে মোহনবাগানের অস্ত্র
আক্রমণে ফুল ফোটাচ্ছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। পিছন থেকে তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছেন মনবীর সিং, কার্ল ম্যাকহুগ, এডু গার্সিয়া। রক্ষণভাগে সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটাল এটিকে মোহনবাগানকে ভরসা জোগাচ্ছে। গোলে অরিন্দম ভট্টাচার্য তো চলতি মরসুমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে গত ম্যাচে গোলমুখী সাতটি বল বাঁচিয়েছেন অরিন্দম।
বর্ষশেষে বিরাট-স্মিথদের পিছনে ফেলে, নতুন রাজার মাথায় উঠল টেস্টের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট