করোনা ধাক্কা! নতুন বছরে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ স্থগিত, ক্রিকেট মাঠে বল গড়াচ্ছে না
করোনা ধাক্কায় বছর শেষে ক্রিকেট ফ্যানেদের জন্যে খারাপ খবর। আগামী বছরে অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে না ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশেও এখন করোনার নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যাচ্ছে, যেকারণে নতুন করে কোভিড নিয়ে নতুন বছরের শুরুতেই উদ্বেগ। এর মাঝেই ক্রিকেট মাঠে বল গড়ানোর সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করে দেওয়া হল।

ওডিআই সিরিজ স্থগিত
তবে ভারত-অস্ট্রেলিয়া পুরুষ দলের টেস্ট ক্রিকেট সিরিজ নয়, মেয়েদের ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে। জানুয়ারিতেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অজিভূমে পৌঁছে ওডিআই সিরিজ খেলার কথা ছিল।

১০ মাস ক্রিকেটের বাইরে ভারতীয় দল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ক্রিকেট সিরিজ স্থগিত হওয়ার ফলে, ১০ মাস ক্রিকেটের বাইরে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দল ১০ মাস আগে মাঠে নেমেছিল। করোনা পরিস্থিতিতে প্রায় ১০ মাস ভারতীয় মহিলা দল কোনও ম্যাচের মধ্য়ে নেই।

কেন স্থগিত
অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে নতুন করে করোনা সংক্রমণ শুরু। সিডনির উত্তর সমুদ্রসৈকত অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আর এই সিডনিতেই ৭ জানুয়ারি থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ রয়েছে। ক্রিকেটারদের নিয়ে কোনও রকম ঝুঁকি না নিতে চেয়েই দুই দলকেই এখন মেলবোর্নে রাখা হয়েছে। বর্ষবরণে দুই দলই মেলবোর্নে থাকছে। এবার এর মাঝেই মেয়েদের ক্রিকেটে জানুয়ারিতে অজিভূমে হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল
প্রসঙ্গত এবছর মেয়েদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া দল মেলবোর্নে মুখোমুখি হয়েছিল। মার্চে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়।