অধিকার ছাড়তে নারাজ সৌমেন্দু, হাইকোর্টের পর্যবেক্ষণে অস্বস্তি বাড়ল শাসকদলে, কী বললেন সৌগত?
প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীর অপসারণ অবৈধ। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে শাসক দলের। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর খড়দহের সভার পরেই সৌমেন্দু অধিকারীকে কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে সরব হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। তারপরেই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। এদিকে আবার শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। শুভেন্দু অধিকারীর সভাতেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি।

হাইকোর্টে সৌমেন্দু
কাঁথির পুর প্রশাসক পদ থেকে অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। আদালত সৌমেন্দুর এই অপসারণকে অবৈধ বলে জানিয়েছে আদালত। বিচারপতি সব্যসাচী দত্তের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে সৌমেন্দুর প্রশাসক পদ থেকে অপসারণ বেআইনি। গত ৩০ জানুয়ারি সৌমেন্দুকে সরিয়ে অন্য একজনকে দািয়ত্ব দেওয়া হয়েছে, যিনি শাসক দলের ঘনিষ্ঠ। আদালত জানিয়েছে অবৈধ নিয়োগের উপর হস্তক্ষেপ করবে না আদালত।

শুভেন্দুর কোপ সৌমেন্দুর উপর
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দান করায় তাঁর পরিবারের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। খড়দহের সভায় শুভেন্দু প্রকাশ্যে বলেন এবার তাঁর বাড়িতেও পদ্মফুটবে। রামনবমীর দিন তাঁর বাড়িতে পদ্ম ফুটবে। তারপরেই সৌমেন্দু অধিকারীরে পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুভেন্দু সভায় এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় শাসক দল।

বিরোধিতায় দিব্যেন্দু
সৌমেন্দু অধিকারীকে পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। দলনেত্রীর কাছে বিচার চাইবেন বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। প্রতিবাদে পুরসভায় নিজের দফতরেও যাননি দিব্যেন্দু। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়াতেই তাঁর পরিবারের সদস্যদের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপিতে সৌমেন্দু
পুর প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণের পরেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর শুভেন্দু অধিকারীর সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেই শুভেন্দুর পরিবারের সদস্যদের বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ সত্যি হতে শুরু করবে।
গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানার পরেই টুইট বোমা শুভেন্দুর