২০২১ তে মিশন টি ২০! নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই রুদ্রমূর্তিতে স্লেজিং করলেন শ্রীসন্থ, ভাইরাল ভিডিও
মিশন ২০২১! রাত পোহালেই নতুন বছর। আর নতুন বছরে নতুন মিশন এস শ্রীসন্থের। আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বোর্ডের ৭ বছরের নির্বাসনের শাস্তি কাটিয়ে সেপ্টেম্বরে মুক্তি পেয়েছেন শ্রীসন্থ। এবার নতুন বছরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে সুযোগ পেলেন। কেরালা দলের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে। নতুন বছরের ১০ জানুয়ারি থেকে বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে তাই ক্রিকেট ফেরাকে পাখির চোখ করে এগোতে চাইছেন শ্রী। নতুন বছরে এটাই এখন তাঁর সামনে নয়া বছরের রেজোলিউশন।

আট বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শ্রীসন্থ আসেন আগের শ্রীসন্থেই। কথায় বলে মেজাজটাই তো আসল রাজা। দীর্ঘদিন পর ক্রিকেট সার্কিটে ফিরলেও ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জয়ী পেসারকে পুরনো মেজাজেই বোলিং করতে দেখা গেল। মুস্তাক আলিতে নামার আগে প্রস্তুতিতে আগ্রাসনের সঙ্গে বোলিং করছেন শ্রী।
প্রস্তুতি ম্যাচ হলেও ব্যাটসম্যানকে স্লেজিং করতে ছাড়লে না। লাল চোখ দেখালেন। ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থের সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ব্যাটসম্যানের উইকেট পেতে শ্রীসন্থকে মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকবার জোরালো আবেদনও করলেন। শেষটায় বিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতেই তার দিকে তেড়ে গিয়ে চোখ রাঙান। রীতিমতো আউট হওয়া ব্যাটসম্যানকে সেন্ড অফও দিলেন। ফলে সৈয়দ মুস্তাক আলিতে শ্রীসন্থের উপস্থিতি উত্তাপ ছড়াতে চলেছে বলা যায়।
আরও এক ইন্দ্রপতন! বিষাদের সুর বাজিয়ে বছর শেষে বিদায় নিলেন কিংবদন্তি কিনডো