নয়াদিল্লি: নতুন বর্ষের সেই সব মানুষদের জন্য কিছুটা স্বস্তির খবর যারা স্বল্প সঞ্চয় বিনিয়োগের সুদের উপর নির্ভর করে সংসার চালাচ্ছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ‌‌ মাস পর্যন্ত এই ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত রাখার।

পি পি এফ এর বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ থাকছে। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এর জন্য বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ রইবে। এক বছরের জন্য ডিপোজিট রাখলে সেক্ষেত্রে সুদের হার থাকছে ৫.৫ শতাংশ।

যদিও রিজার্ভ ব্যাংক ২০২০ সালে রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমালেও বছরের শেষ সময় তা কমানো হয়নি ,যা ইঙ্গিত করে সুদের হার কমানো আপাতত স্থগিত রাখার।

প্রতি তিন মাস অন্তর অন্তর ডাকঘরের বিভিন্ন প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে সরকার । যা করা হয় সরকারি বন্ড থেকে প্রকৃত অর্থে কতটা সুদ পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে। এর আগে ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিক দুটিতে সুদের হার অপরিবর্তিত রেখে ছিল সরকার। শুধুমাত্র ২০২০ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করতে দেখা গিয়েছিল।

যেহেতু ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না সেহেতু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কেভিপি, টাইম ডিপোজিটস, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদির সুদের হার আগের অবস্থায় আপাতত থাকবে।

প্রসঙ্গত লগ্নিকারীরা যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কেভিপি, টাইম ডিপোজিটস, , সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একবার বিনিয়োগ করলে সেই সময়কার সুদের হার বহাল থাকে একেবারে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। কিন্তু পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগকারীর লগ্নিতে সুদের হার পরিবর্তিত হতে পারে প্রতি ত্রৈমাসিকে সরকারি পর্যালোচনার মাধ্যমে। তাছাড়া বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের তুলনায় ডাকঘরের বিভিন্ন প্রকল্প আকর্ষণীয়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।