২০২১ তে মা হচ্ছেন অনুষ্কা, সন্তানকে বিগড়ে যেতে দেবেন না, সোশ্যাল মিডিয়ার থেকেও রাখবেন আড়ালে
রাত পোহলেই নতুন বছর। স্বাগত ২০২১। আর ২০২১-এর এই নতুন বছরের দুই থেকে তিন হচ্ছেন বিরাট-অনুষ্কা। ২০২০-র অগাস্টে সেলিব্রেটি দম্পতি, তাদের জীবনে নতুন অতিথি আসার খবর শোনান। এরপর থেকেই বিরুষ্কার সন্তানকে স্বাগত জানানোর জন্য ক্রিকেট ও সিনেমা দুনিয়ার ফ্যানেরা অধীর আগ্রহে রয়েছেন। এবার সন্তানকে কীভাবে মানুষ করবেন সেই নিয়ে মুখ খুললেন অনুষ্কা।

বিগড়ে যাওয়া সন্তান তৈরি করতে চাই না
অনুষ্কা সন্তান মানুষ করা নিয়ে বলেছেন, তারা কোনওভাবেই সন্তানকে বিগড়ে যেতে দেবেন না। ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে অনুষ্কার সাফ কথা,'আমরা বাবা-মা'র বিগড়ে যাওয়া সন্তান তৈরি করতে চাই না'।

অনুষ্কা কী বললেন
অনুষ্কা আরও বলেছেন, 'আমি প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। সেটাই আমাদের বাড়িতেও বজায় থাকবে। আমার বাচ্ছাও যেন সেই শিক্ষা পায়, সেটাই শুরু থেকে নজর দিকে হবে।'

সকলকে যেন সম্মান করে
নতুন অতিথিকে নিয়ে বিরাট পত্নী সাক্ষাৎকারে আরও জুড়েছেন, 'বাচ্চা যেন সকলকে সম্মান করে, সেই মূল্যবোধটা ওর মধ্যে গড়ে দিতে হবে। আমরা বিগড়ে যাওয়া সন্তান তৈরি করতে চাই না, সেই কারণেই প্রথম দিন থেকেই ওকে মূল্যবোধ, অন্যকে সম্মান দেওয়া শেখাব।'

সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে রাখতে চান অনুষ্কা
প্রসঙ্গত ইতিমধ্য়েই অনুষ্কার ভাবি সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ কৌতুহল রয়েছে। মিসেস কোহলি সেটা ভালোই জানেন। এই নিয়ে অনুষ্কা জুড়েছেন, ' আমরা অনেক ভাবনাচিন্তা করেছি। অন্যদের চেয়ে সন্তানকে বেশি স্পেশ্যাল হিসাবে গড়ে তোলাটা অনুচিত। সোশ্যাল মিডিয়াতে কোনওভাবেই সন্তানকে যুক্ত করতে চাই না। আজকের যুগে সন্তানকে সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখা কঠিন,কিন্তু আমি ও বিরাট সেটাই মেনে চলতে চাই।'