কোভিডের জেরে ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতি একবছরের মধ্যেই ট্র্যাকে ফিরবে, আশ্বাস নীতি আয়োগ কর্তার
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২১ সালের জিসেম্বরেই করোনা পূর্ববর্তী পরিস্থিতিতে পৌঁছে যাবে ভারতীয় অর্থনীতি। তাঁর দাবি, আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি হবে ১০ শতাংশ। পাশাপাশি তিনি বলেন, করোনা দেশের অর্থনীতিকে ধাক্কা দিলেও, তাকে সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।

এছাড়া রাজীব কুমার জানান, নতুন বছরে কেন্দ্রের কাছে নীতি আয়োগ যে সুপারিশ পেশ করতে চলেছে, তাতে থাকবে বৈদ্যুতিক গাড়ি শিল্পের বৃদ্ধি, পোশাক শিল্পে প্রতিযোগিতা, ছোট-মাঝারি শিল্পের জন্য ঋণের সুবিধা বাড়ানো এবং জল সংরক্ষণ। উৎপাদন বাড়িয়ে কাপড় এবং পোশাকের রফতানি বাড়ানোর দিকে জোর দেওয়া হবে।
অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে কেন্দ্র যে আত্মনির্ভর ভারত প্রকল্প তৈরি করেছে তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প। নীতি আয়োগ মনে করে, সেই শিল্প যাতে আরও বেশি করে ঋণের সুবিধা পেতে পারে সে দিকে জোর দেওয়া উচিত অবিলম্বে। সেই সঙ্গে জৈব চাষের খরচ কমিয়ে কী ভাবে কৃষকদের আয় বাড়ানো যায় সেই সংক্রান্ত গবেষণার দিকেও জোর দিক কেন্দ্র।