• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্রিটেন ফেরত ৭ জন নয়া স্ট্রেনে আক্রান্ত, ৩৫ শতাংশ কেস শুধুই কর্নাটক থেকে

তামিলনাড়ুর পর এবার কর্নাটকে মিলল ব্রিটেনের নয়া কোভিড স্ট্রেন। জানা গিয়েছে, ব্রিটেন থেকে কর্নাটকে ফেরা ৭ জনের টেস্ট নয়া ভাইরাস স্ট্রেন পজিটিভ পাওয়া গিয়েছে। এটা নিয়ে এ রাজ্য থেকে ভারতের মোট ৩৫ শতাংশ নতুন করোনা ভাইরাস মিউটান্ট স্ট্রেন পাওয়া গেল, যা সেপ্টেম্বরে ব্রিটেনে প্রথম ধরা পড়ে।

ব্রিটেন ফেরত ৭ জন নয়া স্ট্রেনে আক্রান্ত, ৩৫ শতাংশ কেস শুধুই কর্নাটক থেকে

মঙ্গলবার বেঙ্গালুরু থেকে তিনজন রোগীর দেহে এই করোনা স্ট্রেইন ধরা পড়ে এবং ব্রিটেন থেকে ফেরা শিবামোগ্গার এক পরিবারের চারজনই এই নয়া স্ট্রেনে আক্রান্ত, যা বুধবার সনাক্ত হয়। এঁদের সকলের মধ্যে দু’‌জন পুরুষ, দু’‌জন মহিলা এবং তিনজন পেডিয়াট্রিক রোগী রয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ও মেডিক্যাল এডুকেশন মন্ত্রী ডাঃ কে সুধাকর জানিয়েছেন যে এঁদের মধ্যে সবচেয়ে ছোট ৪ বছরের একটি শিশুপুত্র, সেও এই ভাইরাসে আক্রান্ত। তিনি বলেন, '‌ব্রিটেন ফেরত ১০৭ জনের মধ্যে ২০ জন মিউটান্ট ভাইরাসে আক্রান্ত, আটজন দিল্লির ও সাতজন কর্নাটকের। নতুন এই প্রজাতি প্রতিরোধ করার জন্য সকলে যেন সরকারি নির্দেশিকা পালন করেন। এর সঙ্গে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।’‌

শিবামোগ্গা জেলার স্বাস্থ্য অফিসার (‌ডিএইচও)‌ ডাঃ রাজেশ সুরাগিহাল্লি বলেন, '‌৪৪ বছরের এক ব্যক্তি ও তাঁর ৩৫ বছরের স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পজিটিভ এসেছে। তাঁরা ২২ ডিসেম্বর সকালে শিবামোগ্গাতে এসেছেন এবং বাড়িতেই তাঁরা আইসোলেশনেই রয়েছেন। এর পরে তাঁরা যখন টেল্ট করান, তখন পজিটিভ আসে এবং তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের প্রাথমিকভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের রিপোর্ট নেগেটিভ এসেছে তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ স্বাস্থ্য অফিসার আরও বলেন, '‌তাঁরা শিবমোগ্গা ঢোকার আগে তাঁরা দু’‌টি পরিবারের সঙ্গে দেখা করেন অন্য জেলায়এবং আমরা ওই জেলায় এই তথ্য পাঠিয়ে দিয়েছি।’‌‌ ডিএইচও জানিয়েছেন যে শিবমোগ্গাতে আসা পাঁচজন ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে চারজনের শরীরে ব্রিএনের নয়া স্ট্রেন দেখা গিয়েছে।

ডাঃ সুরাগিহাল্লি বলেন, '‌এই পঞ্চম যাত্রী, যিনি ভদ্রবাটিতে ফিরেছেন ৩ ডিসেম্বর, তিনি ন’‌জনের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের মধ্যে তিনজন কোভিড পজিটিভ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছ’‌জনকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এরাখা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন যে এক ব্যক্তি ব্রিটেন থেকে ফেরার ২ দিন পর ২৩ ডিসেম্বর করোনা টেস্ট করিয়েছিলেন, যাঁকে নিয়ে প্রশ্ন উঠছে। যা ইঙ্গিত করছে স্থানীয় সংক্রমণের। এছাড়াও ওই ব্যক্তি আমেরিকা থেকে ব্রিটেনে কানেক্টিং বিমানে করে ফেরেন। তিনি ব্রিটেন বিমানবন্দরের বাইরে বের হননি।

চাপে কেন্দ্র! দেশজোড়া আন্দোলনের মাঝেই 'সর্বনাশা’ কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ কেরলে

English summary
Karnataka accounts for 35% of all cases of new covid strain in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X