বর্ষবরণে নতুন সাজ! নয়া ডুডলে উৎসবের মেজাজ, গুগল খুললেই চমকাবেন আপনিও
রাত পোহালেই নতুন বছর। শেষ হতে চলেছে বিষাদমুখর ২০২০। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। আর তারপরেই করোনাকে সঙ্গী করে ২০২১ সালে পা রাখতে চলেছে বিশ্ববাসী। এবার নয়া ডুডুলে তারই কাউন্টডাউন শুরু করে দিল গুগল। সঙ্গে রয়েছে আরও একাধিক চমকও। এর জন্য শুধু একবার ঢুঁ মারতে হবে গুগলের সার্চ ইঞ্জিনে। আর তাহলেই মিলবে ২০২০ সালে শেষ দিনে দাঁড়িয়ে একাধিক নতুন চমক।

এদিকে বড়দিন হোক বা খ্যাতানাম কোনও ব্যক্তিত্বের জন্ম বা মৃত্যু বার্ষিকী প্রতি ক্ষেত্রেই বিশেষ বিশেষ ডুডুল নিয়ে হাজির হতে দেখা গিয়েছে বিশ্ব সব থেকে বড় এই সার্চ ইঞ্জিনকে। এমনকী প্রতি ডুডুলেই প্রতিক্ষেত্রেই সৃজনশীলতার পাশাপাশি অভিনবত্বের ছাপ রাখতে দেখা গিয়ে গুগুলকে। যা সহজেই মন কেড়ে নেটপাড়ার পাড়া-প্রতিবেশীদের। এবার বর্ষবরণের মুখে সেই রকমই এক অভিনব চমক নিয়ে হাজির হয়ে গেল গুগল।
এবার, একটি পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে গুগল, যাতে ২০২০ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিউ ইয়ার্স ইভ-র একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝড়ে পড়ছে অজস্র রংবেরঙের কাগজ কুঁজি। একিসাথে বিশ্বাসী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিতে দেখা গিয়েছে গুগলকে। পাশাপাশি সাইড বারের কোণে ক্লিক করলেও থাকছে নতুন চমক। একইসাথে নতুন বছরের সংক্রান্ত সার্চ রেজাল্টে বছর শেষ ও বর্ষবরণ নিয়ে একাধিক অভিনবত্ব এনেছে গুগল। যা দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনমহল।
নতুন কৃষি আইন নিয়ে ধাক্কা এবার গেরুয়া শিবিরে! কেরলে বামেদের সঙ্গে সুর মেলালেন একমাত্র বিজেপি বিধায়ক