হায়দরাবাদ : বছরের শেষ দিন। উৎসবে গা ভাসাবেন সবাই, এটাই চির পরিচিত ছবি। তবে বাদ সেধেছে করোনা। রয়েছে নিষেধাজ্ঞা, সংক্রমণের ভয়। তাই সীমিত বেড়াজালেই উৎসব পালনে তৈরি দেশ, বিশ্ব। তেলেঙ্গানা সরকার জানিয়েছে বছরের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে সবকটি মদের দোকান।
সাধারণত রাজ্যে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে মদের দোকান। তবে নতুন বছরের উৎসবের কথা মাথায় রেখে এই ছাড় দেওয়া হয়েছে। যে সব দোকান বিদেশী মদ বিক্রি করে, তারাও খোলা রাখবে দোকান বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
রাত একটা পর্যন্ত খোলা রাখা যাবে বার, হোটেল, রেস্তোঁরা। তবে প্রত্যেককে মেনে চলতে হবে করোনা বিধি। রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ২১ হাজার ৮২১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৯৯ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বাড়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬৭৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লক্ষ ৬০ হাজার ২৮০ জন। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জন। এখন অবধি দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৩৮ জনের। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯৯ জনের।
এই মুহূর্তে সারা দেশ চাতক পাখির মতো অপেক্ষা করছে করোনা ভ্যাকসিনের। এরমধ্যে সুসংবাদ দিয়েছেন এইমস ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে ভারতে আসছে কোভিড -১৯ ভ্যাকসিন ।
একটি ইন্টারভিউতে সংবাদ সংস্থা এএনআই’কে ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, “অ্যাস্ট্রাজেনেকা যে ব্রিটেনে ভ্যাকসিনের জন্য অনুমোদন পেয়েছে, এটা খুবই ভালো খবর। ভারতের সিরাম ইনস্টিটিউট-ও একই ভ্যাকসিন বানানোর কাজ করছে। এটা শুধু ভারতের জন্য না, সারা বিশ্বের কাছে অনেক বড় পদক্ষেপ।”
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.