মদ্যপানের বৈধ বয়স হোক ২১ বছর, কমানো হোক ড্রাই ডে, সুপারিশ দিল্লি সরকারের
মদ্যপানের বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করা হোক। দিল্লি সরকার দ্বারা গঠিত কমিটি আবগারি আয় বাড়ানোর উপায়গুলির মধ্যে এই সুপারিশকে সামনে রেখেছে। এছাড়াও বছরে ড্রাই ডে তিনটে করা, বিয়ার ও ওয়াইন বিক্রির জন্য বিভাগীয় স্টোরগুলিতে লাইসেন্স প্রদান সুবিধাজনক করা এবং শহরজুড়ে সরকারি মদের দোকানগুলিতে আরও ন্যায়সঙ্গত বন্টন করার প্রস্তাব রেখেছে কমিটি, জানিয়েছেন এক শীর্ষ অধিকর্তা।

কমিটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন যে বেশ কয়েকটি রাজ্যের মতো দিল্লিতেও বৈধ মদ খাওয়ার বয়স ২১ ও কম ড্রাই ডে নীতি প্রচলন করা হোক। যদি এই ৩টে ড্রাই ডের ওপর অনুমোদন মেলে তবে সেই ড্রাই ডে গুলি হবে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস এবং গান্ধী জয়ন্তী। দিল্লিতে ৮৬৪টি মদের দোকান রয়েছে যা পরিচালনা করে দিল্লি পর্যটন কর্পোরেশন, দিল্লি স্টেট সিভিল সাপ্লায়াস কর্পোরেশন লিমিটেড এবং দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল ও ইনফ্রস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশনের মতো সরকারি এজেন্সিগুলি। কমিটির প্রস্তুত করা রিপোর্টে সুপারিশ করে বলা হয়েছে ২৭২টি মিউনিসিপ্যাল ওয়ার্ডে, এনডিএমসি এলাকায় ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যায়সঙ্গতভাবে মদ বন্টন করা হবে।
এছাড়াও দিল্লিতে রয়েছে ১২৫টি ডিপার্টমেন্টাল স্টোর যারা বিয়ার ও ওয়াইন বিক্রি করে এল১২ ও এল১২–এফ লাইসেন্সের আওতায়। এই বিভাগের লাইসেন্সের আওতায়, দোকানগুলিকে নিশ্চিত করে জানাতে হবে যে ১০ শতাংশের বেশি তল ওয়াইন ও বিয়ার সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে। গত বছর ৪১টি ডিপার্টমেন্টাল স্টোর এই নিয়মগুলি ভঙ্গ করেছিল। যার জন্য সরকার এল১২ ও এল১২–এফ লাইসেন্সের পুর্ননবীকরণ করেনি। এই কমিটি ২০২০-২২ অর্থ বছরের মধ্যে এ জাতীয় স্টোরের লাইসেন্সের নীতিমালা সহজ করার পরামর্শ দিয়েছে।
মদ্যপানের ব্যবসার ক্ষেত্রে অব্যবস্থাপনা ও শুল্ক ফাঁকি দেওয়ার ব্যবস্থা ও ড্রাইভিং ব্যবস্থাকে সমর্থন করার মতো রাষ্ট্রীয় আবগারির আয় বাড়ানোর ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য সেপ্টেম্বরে উপ–মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই কমিটিগঠন করেন।
নয়া করোনা স্ট্রেন আতঙ্কের জের! ব্রিটেন-ভারত বিমান চলাচলে আরও বাড়ল নিষেধাজ্ঞা