For Quick Alerts
For Daily Alerts
বিজেপিকে 'গণতন্ত্র' শেখালেন তৃণমূলের সোহম! তোলপাড় রাজ্য রাজনীতি
রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন করছে বিজেপি (bjp)। মুকুল রায় সহ বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূলের (trinamool congress)আমলে রাজ্যে গণতন্ত্র নেই। অথচ তাতেই কিনা বানান ভুল। যা নিয়ে বিদ্রুপের সামনে বঙ্গ বিজেপি। যদি বানান ভুলে (spelling mistake) ঘাসফুল শিবিরও কম কিছু যায় না। জায়গায় জায়গায় তাদের দলের নামের বানানেই ভুল।
{photo-feature}
শুভেন্দু থেকে দিলীপ উগ্র হিন্দুত্ববাদকেই অস্ত্র করছে, বুমেরাং হতে পারে একুশের কুরুক্ষেত্রে