বিশ্ব চ্যাম্পিয়নশিপের দৌড়ে নামল ভারত, টপকে গেল নিউজিল্যান্ড! কী বলছে পরিসংখ্যান
পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। ফলে মেলবোর্ন টেস্টে দাপুটে জয়ের পরও তৃতীয় স্থানে নামতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট দল। তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস
ঘরের মাঠ বে ওভালে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৩১ রান তুলেছিল কিউয়িরা। ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি।

পাকিস্তানের প্রথম ইনিংস
ফাহিম আসরফের ৯১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৩৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন কেইল জেমিয়েসন। ২ উইকেট নেন নেইল ওয়াগনার।

জয়ী নিউজিল্যান্ডে
ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রানে ডিক্লিয়ার দেয় নিউজিল্যান্ড। ৬৪ রান করেন টম ব্লান্ডেল। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭১ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। জলে যায় ফওয়াদ আলমের ১০২ রানের লড়াকু ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন টিম সাউদি ও কেইল জেমিয়েসন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকা এক নজরে
১) ১২টি টেস্ট ম্যাচের আটটি জিতে, তিনটি হেরে এবং একটি ড্র করে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২৬। পয়েন্টের শতকরা হার ৭৭.৬ শতাংশ।
২) ১০টি টেস্ট ম্যাচের ৬টি জিতে, চারটি হেরে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩৬০। পয়েন্টের শতকরা হার ৭৩ শতাংশ।
৩) ১১টি টেস্ট ম্যাচের আটটি জিতে, তিনটি হেরে ভারতের পয়েন্ট ৩৯০। পয়েন্টের শতকরা হার ৭২.২ শতাংশ।
৪) ১৫টি টেস্ট ম্যাচের আটটি জিতে, চারটি হেরে এবং তিনটি ড্র করে ইংল্যান্ডের পয়েন্ট ২৯২। পয়েন্টের শতকরা হার ৬০.৮ শতাংশ।
৫) ৯টি টেস্ট ম্যাচের দুটি জিতে, চারটিতে হেরে এবং তিনটি ড্র করে পাকিস্তানের পয়েন্ট ১৬৬। পয়েন্টের শতকরা হার ৩৯.৫ শতাংশ।
৬) ৪টি টেস্ট ম্যাচের একটি জিতে, দুটি হেরে এবং একটি ড্র করে শ্রীলঙ্কার পয়েন্ট ৮০। পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ।
৭) ৭টি টেস্ট ম্যাচের একটি জিতে, ৬টি হেরে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪০। পয়েন্টের শতকরা হার ১১.১ শতাংশ।
৮) ৭টি টেস্ট ম্যাচের একটি জিতে, ৬টি হেরে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪। পয়েন্টের শতকরা হার ১০ শতাংশ।
কেন সিডনির ব্যাটিং ত্রাস ডেভিড ওয়ার্নার, অজিদের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা, নতুন কারা জুড়লেন