• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ডনের দেশে অবশেষে ভারতীয় দলে যোগ দিলেন রোহিত, হিটম্যানকে উষ্ণ অভ্যর্থনা সতীর্থদের, দেখুন সেই মুহূর্ত

  • |

ডনের দেশে অবশেষে ভারতীয় দলে যোগ দিলেন রোহিত শর্মা। অজিভূমে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া কোয়ারেন্টাইন পর্ব মিটে যাওয়ার আর কয়েক ঘন্টা বাকি বলে ইঙ্গিত দিয়েছিলেন। আজ বুধবার এবার ভারতীয় দলে যোগ দিলেন হিটম্যান।

রোহিতকে উষ্ণ অভ্যর্থনা সতীর্থদের

রোহিতকে উষ্ণ অভ্যর্থনা সতীর্থদের

সতীর্থরা এদিন, রোহিতকে উষ্ণ অভ্যর্থনা জানান। সিডনিতে করোনা নিয়ে উদ্বেগ তৈরির কারণে এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই এখন মেলবোর্নে থাকবে। সেখানেই আগামী দিনে দুই দলকে প্রস্তুতিতেও নেমে পড়তে দেখা যাবে। ফলে রোহিতকে মাঠে দেখার প্রত্যাশা দ্রুতই মিটতে চলেছে বলা যায়।

ভিডিওতে কী দেখা গেল

ভিডিওতে কী দেখা গেল

রোহিতকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টিম ম্যানেজমেন্ট তাঁকে স্বাগত জানায়। ভিডিওতে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান, টি- নটরাজন, লোকেশ রাহুল থেকে শুরু করে সকলে রোহিতের সঙ্গে কোলাকুলি সেরে হিটম্যানকে দলে স্বাগত জানিয়ে মাঠে নামার বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

হাও ওয়াস কোয়ারেন্টাইন মাই ফেন্ড!

হাও ওয়াস কোয়ারেন্টাইন মাই ফেন্ড!

রোহিতের সঙ্গে দলের কোচ রবি শাস্ত্রীকে খোসমেজাজে পাওয়া গিয়েছে। ভিডিওর শেষে দেখা যায়, রোহিতের সঙ্গে সাক্ষাতে শাস্ত্রী 'হাও ওয়াস কোয়ারেন্টাইন মাই ফেন্ড' বলে প্রশ্ন ছুঁড়ে দেন, এভাবে হিটম্যানের কোয়ারেন্টাইন কেমন কাটল জানতে চেয়েছেন শাস্ত্রী।

কবে মাঠে নামছেন হিটম্যান

কবে মাঠে নামছেন হিটম্যান

তৃতীয় টেস্টে রোহিতের দেশের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা প্রবল। মেলবোর্ন টেস্ট জিতে অজিঙ্ক রাহানে ইতিমধ্যে রোহিতের দলে ফেরা নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন। তৃতীয় টেস্টে ওপেনার হয়েই দলে ঢুকতে পারেন হিটম্যান। সেক্ষেত্রে মায়াঙ্কের পরিবর্তে রোহিতের সঙ্গে শুভমানকে ওপেন করতে দেখা যেতে চলেছে। টেস্টে নতুন ওপেনিং জুটি পেতে চলেছে ভারত।

ছবি সৌ:ফেসবুক

অধিনায়ক অভিমন্যুকে সামনে রেখেই মুস্তাক আলিতে বাংলার সাফল্যের ছক কষছেন লক্ষ্মণ

English summary
Ind vs Aus: Rohit Sharma joined the squad in Melbourne, team mate give warm welcome
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X