• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুভেন্দু-গড়ে অব্যাহত তৃণমূলে ভাঙন, ‘দাদার অনুগামী’র এবার বিজেপিতে যোগের জল্পনা

উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন, রামনবমী আসছে আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। ততক্ষণে ছোটভাই সৌম্যেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আর শুভেন্দু-গড়েও অব্যাহত থেকেছে তৃণমূলে ভাঙন।

শুভেন্দু-গড়ে অব্যাহত তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগের জল্পনা

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি তথা দেলা পরিষধ সদস্য সোমনাথ ভুঁইয়া। তিনি শুধু তৃণমূল ছেড়েই ক্ষান্ত থাকেননি, বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও উসকে দিয়েছেন তিনি। শুভেন্দু-ঘনিষ্ঠ ওই নেতা সোমনাথ ভুঁইয়ার দলত্যাগকে সে অর্থে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার টিটাগড়ের সভার আগে নন্দীগ্রামে একটি অরাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। আর সেই দিনই হলদিয়া তৃণমূলে ভাঙন ধরল। জেলা পরিষদ সদস্য সোমনাথ ভুঁইয়া দল ছেড়ে দিয়েছেন। এবার গন্তব্য কি বিজেপি। সোমনাথ জানিয়েছেন, সেই সম্ভাবনা উজ্জ্বল।

তবে তিনি তৃণমূলকে কোনও দোষারোপ করেননি। বলেছেন ব্যক্তিগত কারণে দল ছাড়ছি। শুভেন্দু অধিকারী হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। তিনি এখন তৃণমূলে নেই বলেই তিনি দল ছাড়লেন। শুভেন্দু অধিকারী যদি চান, তবে তিনি বিজেপিতে যোগদান করতে প্রস্তত। তিনি জানিয়েছেন ২ জানুয়ারি বারিবোরিয়ার সভায় তিনি যোগদান করতে পারেন বিজেপিতে।

শুভেন্দু অনুগামীদের দলত্যাগকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। হলদিয়া ব্লক তৃণমূলের সভাপতি অশোক মাইতি বলেন, শুভেন্দুর হাত ধরে সোমনাথ দলে এসেছিলেন। শুভেন্দু চলে গিয়েছেন, সোমনাথও যে যাবেন তা তো জানা কথাই। বিজেপি তাঁকে নিয়ে উচ্ছ্ব্সিত। আগামী দিনে আরও অনেকে বিজেপিতে যোগ দেবে বলে আশাবাদী তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাপাধ্যায়।

সোমনাথ ভুঁইয়া এসএফআই করত। পরে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে যোগ দেন। ২০১৮ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তিনি। শুভেন্দু তৃণমূল ছাড়তেই দাদার অনুগামী হয়ে তিনিও দলত্যাগ করলেন। এবার যোগ দেবেন বিজেপিতে। মোট কথা শুভেন্দু গড় বিজেপির শক্তি বেড়েই চলেছে।

English summary
Suvendu Adhikari follower leaves TMC in Haldia and speculation starts to join in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X