তাপমাত্রা কিছুটা বাড়লেও, জাঁকিয়ে শীত অব্যাহত! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বছর শেষে জাঁকিয়ে শীত (winter) রাজ্য জুড়ে। তবে বর্ষবরণের আগে তাপমাত্রা কিছুটা বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বেড়ে যায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এদিন সকালে তা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলির প্রায় সবজায়গাতেই তাপমাত্রা বেড়েছে। তবে এদিন কুয়াশার দাপট সেরকম দেখা যায়নি।

উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ
উত্তর ভারত জুড়ে ডলছে শৈত্যপ্রবাহ। পাহাড়ি এলাকার নতুন জায়গায় নতুন করে বরফপাত হচ্ছে। ইতিমধ্যেই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বরফ পড়েছে। উত্তর ভারতের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও আগামী দুই দিন সকালে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলেও জানানো হয়েছে আভহাওয়া দফতরের তরফে। তবে এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৫ (১০.৩ )
বালুরঘাট
বাঁকুড়া ১২ (১০.৯ )
ব্যারাকপুর ১০.৪ (৯.২)
বহরমপুর ৯.৪
বর্ধমান ১৩
ক্যানিং ১১ (১১)
কোচবিহার ৮.৫ (৮.৭ )
দার্জিলিং ৩ (৩.২ )
দিঘা ১৩.১ (১২.৩ )
কলকাতা ১২.৬ (১১.৭ )
মালদহ ১৩.৬ (১২.৫)
পানাগড় ৮.৫ ( ৭.২)
পুরুলিয়া ৭.৪
শিলিগুড়ি ৯ (৯.৪)
শ্রীনিকেতন ১০.২ (৮.৮)
৩০ ডিসেম্বর সোনার দামে ফের হু হু করে পতন! কলকাতায় সোনার দর কোন দিকে