ক্রমেই ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন! কার গাফিলতিতে দেশে ফের তুঙ্গে কোভিড আতঙ্ক?
বিমানবন্দরগুলির গাফলতির জেরেই দেশে ছড়িয়ে পড়ছে বিলাতি করোনার নয়া স্ট্রেন। জানা গিয়েছে, করোনার নতুন স্ট্রেন কেবল ব্রিটেনে সংক্রমিত হয়নি। সংক্রমিত হয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেনেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে ৫ শতাংশের শরীরে এই নতুন স্ট্রেনের হদিশ মিলছে। তবে করোনা আক্রান্ত এই মানুষগুলি কীভাবে স্ক্রিনিং এড়িয়ে যাচ্ছে?

ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন
ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীতে ১ জন। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা জানিয়েছে। ব্রিটেন থেকে আসার ৬ জনের শরীরে গতকাল নতুন স্ট্রেনের হদিস মেলে। নতুন স্ট্রেনের হদিস মিলেছে উত্তরপ্রদেশের ২ বছরের এক শিশুর শরীরেও।

শুরু হয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং-র কাজ
গত কয়েকদিনে দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদে নামেন অসংখ্যা ব্রিটেন ফেরত যাত্রী। আর তাদেরকে নিয়েই নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক। ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে কেন্দ্র। শুরু হয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং-র কাজও। এদিকে বর্তমানে শুধুমাত্র পুনেতেই খোঁজ নেই ১০০-র বেশি ব্রিটেন ফেরত যাত্রীর।

ব্রিটেন ফেরত যাত্রীদের খোঁজ মিলবে কেমন করে?
গত ১০ দিনে ব্রিটেন থেকে যে সমস্ত যাত্রীরা ফিরেছেন, তাদের খোঁজার উপরেই নতুন করে জোর দিচ্ছে রাজ্য সরকারগুলি। সূত্রের খবর, এই কদিনে দিল্লি, চেন্নাই ও কলকাতা বিমানবন্দরে নামা এই ধরণের যাত্রীদের মধ্যে মোট ২০ জনের দেহে করোনা অস্তিত্ব মিলেছে। তবে সব বিলাত ফেরতদের খোঁজ নেই। কারণ অনেকেই নিজেদের ঠিকানা, ফোন নম্বর ভুল দিয়ে গিয়েছে বিমান বন্দরে। তবে সেই সময় তা পরীক্ষা করে দেখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। আর এবার তাই সবার মাথায় হাত।

কন্ট্যাক্ট ট্রেসিং করা কঠিন হয়ে পড়ছে
জানা গিয়েছে, মঙ্গলবারে নতুন স্ট্রেনে আক্রান্তদের একজন ট্রেনে করে দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশে ফেরেন। ৩ জন আক্রান্ত বেঙ্গালুরু, ২ জন হায়দরাবাদে, ১ জন পুনেতে চিকিৎসাধীনে রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নতুন করোনা আক্রান্তদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানবন্দরের গাফলিতেত বিলাত ফেরত মানুষদের খোঁজ মিলছে না। তাই কন্ট্যাক্ট ট্রেসিং বা করোনা পরীক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

ব্রিটেন থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা
করোনার নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তাও নয়া স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন হওয়ার জেরে এদিন এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল কেন্দ্রীয় সরকার। তাই আগামী ৭ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।