৩০ ডিসেম্বর সোনার দামে ফের হু হু করে পতন! কলকাতায় সোনার দর কোন দিকে
সোনার দামে ফের একবার হু হু করে পতন। বছরের শেষ দিকে এসে সোনার দামে ভারী পতন লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন সেনেট যেভাবে স্টিমুলাস প্যাকেজের দিকে অগ্রসর হচ্ছে, সেদিকে নজর রেখে এগোচ্ছে দেশের সোনার দাম।একনজরে দেখা যাক ৩০ ডিসেম্বর সোনার দাম কোনদিকে যাচ্ছে।

সোনার দাম ৩০ ডিসেম্বর
১০ গ্রামে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ৫০, ০০৮ টাকা। এদিন, সোনার দাম কমেছে ৩১ টাকা। যার ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম এদিন খানিকটা হলেও পড়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম দাঁড়িয়েছে ১ কেজিতে ৬৮, ৮৪৭ টাকা। ফলে রুপোর দাম ১ শতাংশ হলেও কমতির দিকে রয়েছে। দেখা যাচ্ছে কোভিডের ভ্যাকসিন আসার আগে দামের কমতি বেশ জোরালো বাজারে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৯,৫৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম রয়েছে কল্লোলিনী তিলোত্তমায় ৫২, ১৬০ টাকা।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৭, ২৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,৫৫০ টাকা রয়েছে । মুম্বইতে সোনার দাম ২২ক্যারেটে রয়েছে ৪৮,৯৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৯৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৮৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,১৬০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )
'অধিকারী সম্ভ্রমে' আঘাত, 'কাঁথি' বনাম 'কালীঘাট'-এর লড়াইয়ে পদ্মফুলে শিশিরবিন্দু!