মুম্বই: নোভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগ চরমে। করোনা হানায় বিধ্বস্ত মহারাষ্ট্র। পরিস্থিতি পর্যালোচনায় মহারাষ্ট্রে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রে করোনার ব্যাপক প্রভাবের আশঙ্কা করছে রাজ্য সরকার।
সেই কারণেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোভিড প্রোটোকল মেনে চলার জন্য একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
দেশে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। তবে ব্রিটেনে যে নতুন করোনার স্ট্রেনের হদিশ মিলেছে সেটা ভয়ঙ্কর।
আগের থেকে ৭১ শতাংশ বেশি সংক্রামক। তবে তার উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়। এমনই দাবি করেছেন সিসিএমবির ডিরেক্টর ডঃ রাকেশ মিশ্র। তিনি জানিয়েছেন, করোনা যে নতুন স্ট্রেন দেখা দিয়েছে সেটার উপর সমানভাবেই সক্রিয় হবে করোনা ভ্যাকসিন।
দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৯২৫০৬৬। সেরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৩৭৩।
প্রতিদিন নতুন করে রাজ্যের বিভিন্ন অংশে হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা মোকাবিলায় জোরদার তৎপরতা নিচ্ছে রাজ্য সরকার। আন্তর্জাতিক বিমানে মুম্বইয়ে নামা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনে আইসোলেশনে রাখা হচ্ছে।
দেশজুড়ে করোনার সংক্রমণ এখনও উদ্বেগজনক পরিস্থিতিতেই রয়েছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় আরও বেড়েছে সংক্রমণ। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২০ হাজার ৫৫০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৬ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ২ লক্ষ ৪৪ হাজার ৮৫৩। এর মধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ২৭২। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৮ হাজার ৪৩৯।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.