করোনায় রাজ্যে কমল আক্রান্ত! সংক্রমণ ও মৃত্যুতে পাল্লা কলকাতা ও উঃ ২৪ পরগনার, একনজরে বাকি জেলা
রবিবার ১৪৩৫, সোমবার ১০২৮, মঙ্গলবার ১২৪৪, বুধবার ১১৭৮। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ওঠা নামা করছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ২৮ জনের। এদিন সুস্থ হয়েছেন ১৫৫৭ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৫. ৯২ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৫.৯৯% ।

তৃণমূলের পাল্টা এবার বিজেপিও! কেমন বাংলা চান, জানতে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৫০, ৮৯৩
বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১৭৮ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৫০, ৮৯৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২, ৩৮১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ২৮, ৮২৯ জন। গত ২৪ ঘন্টায় ১,৫৫৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ৩৮৪), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় ( ৩৭৬)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১১৭)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৩২৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৪, দার্জিলিং ৪৫, কালিম্পং ৪ , জলপাইগুড়ি ২৪, উত্তর দিনাজপুরে ৭, দক্ষিণ দিনাজপুরে ৫, মালদহ ১৫, মুর্শিদাবাদে ২৪, নদিয়া ৫২, বীরভূম ৯, পুরুলিয়া ১১, বাঁকুড়ায় ১৮, ঝাড়গ্রাম ১, পশ্চিম মেদিনীপুরে ১৮ , পূর্ব মেদিনীপুর ১৪, পূর্ব বর্ধমান ২৬, পশ্চিম বর্ধমান ৪৫, হাওড়া ৭৬, হুগলিতে ৭৩, উত্তর ২৪ পরগনায় ৩২৫, দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
মঙ্গলবারের তুলনায় তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৫. ৯২%। বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৯% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৫. ৯৯% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ২৮ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩০ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৯,৬৮৩-তে।

কলকাতায় মৃত্যু ২৯৪৫ জনের
এদিন যে ২৮ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৮ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৯৪৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৩২৫ জনের। এদিন সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০০১ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ১ ও ৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৩৯, ১১০ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ৩৭, ২৪৫ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭০, ৭০, ১৭৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.৭৯%।